দিন্দিগুল (তামিলনাড়ু), 12 ডিসেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড বেসরকারি হাসপাতালে ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর দিন্দিগুল-ত্রিচি রোডে অবস্থিত একটি হাসপাতালে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতদের মধ্যে একজন শিশু ৷ ঘটনাস্থলে চারটিরও বেশি দমকল ইঞ্জিন পৌঁছেছে ৷ দশটিরও বেশি অ্যাম্বুল্যান্সে হাসপাতাল থেকে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
এছাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাঁধে কাঁধ মিলিয়ে ওই হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজ করছেন ৷ জানা গিয়েছে, অনেকে হাসপাতালের লিফটে আটকে রয়েছেন ৷ তাঁদেরও উদ্ধার করা হচ্ছে ৷ রোগীদের দিন্দিগুল সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে ৷