পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বহুতল আবাসন ভেঙে মৃত বেড়ে সাত, 12 ঘণ্টারও বেশি আটকে বহু - GUJARAT BUILDING TRAGEDY

Six-Storey Building Collapses in Gujarat: 12 ঘণ্টা কেটে গেলেও সুরাতে ছ'তলা বহুতল ভেঙে পড়ায় আটকে রয়েছেন অনেকেই ৷ রাতভর চলেছে উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়েছে ৷ রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত ৷

Six-Storey Building Collapse in Gujarat
বহুতল আবাসন ভেঙে মৃত বেড়ে সাত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 11:22 AM IST

Updated : Jul 7, 2024, 12:55 PM IST

সুরাত, 7 জুলাই:মোদি-রাজ্যের সুরাতে বহুতল-বিপর্যয় ৷ শনিবার দুপুর তিনটে নাগাদ একটি ছ'তলা বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ওই ছ'তলা বহুতলে মোট 30টি ফ্ল্যাট ছিল। ফ্ল্যাটের বাসিন্দারা অনেকেই সে সময়ে ভিতরে ছিলেন। 12 ঘণ্টা কেটে গেলেও এখনও এই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকেই, মত প্রশাসনের ৷ এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 ৷

বহুতল আবাসন ভেঙে মৃত বেড়ে সাত (ইটিভি ভারত)

সুরাতের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলত জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে ৷ এসডিআরএফ এবং এনডিআরএফের দল খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ৷ পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলও। ওই ছ'তলা বহুতলে মোট 30টি ফ্ল্যাট ছিল। ফ্ল্যাটের বাসিন্দারা অনেকেই সে সময়ে ভিতরে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল ৷ দমকলবাহিনীর তরফে জানানো হয়েছে, সারা রাত ধরে উদ্ধারকাজ চলেছে।

প্রথমে মনে করা হচ্ছিল ধ্বংসস্তূপের নীচে চার থেকে পাঁচ জন আটকে থাকতে পারেন। তারপর সন্ধ্যায় এক মহিলাকে ভিতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷ এখনও পর্যন্ত সাতটি দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর 6টা নাগাদ সপ্তম দেহটি উদ্ধার হয়। তবে, আর কেউ আটকে নেই বলেই অনুমান করছে তারা। তবে উদ্ধারকাজ চলছে।

প্রাথমিকভাবে অনুমান যাঁরা এখানে থাকেন তাঁরা এই এলাকারই আশপাশের কারখানায় কাজ করেন ৷ 2016 থেকে 2017 সালের মধ্যে বহুতলটি নির্মাণ করা হয়েছিল বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে । গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে সুরাতে। এর জেরেই বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছ ৷ ঠিকে কেন বহুতল ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Jul 7, 2024, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details