গুয়াহাটি, 1 জুন:দেশের একটা বিস্তীর্ণ অংশ যখন তাপপ্রবাহে জেরবার, তখনই ভয়াবহ বন্যার কবলে অসম ৷ বন্যার কারণে এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । প্রথম বর্ষায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যের 11টি জেলা । রাজ্যের নদী ও উপনদীগুলোর জলস্তর ক্রমে বৃদ্ধি পেয়ে বিভিন্ন জেলা ও নতুন এলাকা প্লাবিত করছে । বিশেষ করে বরাক ও মধ্য অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে ।
অসমের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুসারে, রাজ্যের 11টি জেলা বর্তমানে বন্যার কবলে এবং বন্যায় 3 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত । তথ্যমতে, কপিলি নদী, বরাক নদী, কাটাখাল ও কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এ দিকে, অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফ-এর অতিরিক্ত দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
বন্যায় মৃত্যু: ভয়াবহ বন্যায় অসমে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । সম্প্রতি ছয়জনের প্রাণ যায় এবং এর আগেই দু'জন মারা গিয়েছিলেন । করিমগঞ্জ জেলার বন্যায় শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে । হাইলাকান্দি জেলায় শিশু-সহ দুইজনের মৃত্যু হয়েছে । পশ্চিম কার্বি আংলং জেলায় একজনের মৃত্যু হয়েছে । এর আগে হাইলাকান্দি জেলার একজন এবং শিলচর জেলার রাম কৃষ্ণ নগরের একজনের মৃত্যু হয়েছিল ৷
বন্যার কবলে 11 জেলা:এখনও পর্যন্ত রাজ্যের 11টি জেলা বন্যার কবলে । কার্বি আংলং, ধেমাজি, হোজাই, কাছাড়, করিমগঞ্জ, ডিব্রুগড়, নগাঁও, হাইলাকান্দি, গোলাঘাট, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা-হাসাও জেলাগুলি ভয়াবহ বন্যার কবলে পড়েছে । এই 11টি জেলার 25টি রাজস্ব সার্কেলের 560টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । এর মধ্যে কাছাড় জেলার 192টি এবং করিমগঞ্জ জেলার 157টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া নগাঁও জেলার 106টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ।