তিরুপতি, 8 জানুয়ারি: টোকেন সেন্টারে ভক্তদের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তিরুপতি মন্দির সংলগ্ন এলাকায় ৷ বুধবার বৈকুণ্ঠ দ্বারে সর্বদর্শন টোকেন দেওয়ার ক্ষেত্রে একটি ভুল বোঝাবুঝি হয়। টোকেন প্রদান কেন্দ্রে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তার জেরে প্রাণ গিয়েছে কমপক্ষে 6 জনের।
বৈরাগিপট্টেদা রামানাইডু স্কুল কেন্দ্রে এই হাতাহাতির ঘটনায় চারজন অসুস্থ হয়ে পড়েন ৷ এর মধ্যে তামিলনাড়ুর সালেমের এক মহিলা ভক্ত শ্রীনিবাসমে পদপিষ্ট হয়ে মারা যান । সবাইকে তিরুপতির রুয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় । একইভাবে, সত্যনারায়ণপুরমের টোকেন প্রদান কেন্দ্রে মারামারি হয়েছিল ।
তিরুপতিতে পদপিষ্ট হওয়ার ঘটনা, দেখুন বিশৃঙ্খলার ভিডিয়ো (ইটিভি ভারত) এই ঘটনায় এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।'
এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, 'তিরুপতি মন্দিরে পদদলিত হওয়ার দুর্ভাগ্যজনক ঘটনায় আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক।'
ঠিকমতো ব্যবস্থা না করায় ভক্তরা ক্ষুব্ধ :বৈকুণ্ঠদ্বার সর্বদর্শন টোকেনের জন্য ভক্তদের রাস্তায় জড়ো হওয়ার পরিবর্তে পার্কে রাখা হয়েছিল । পদ্মাবতী পার্কের ভক্তরা সারিবদ্ধ হয়ে পড়েছিলেন । সেই সময় ভক্তদের লাইনে দাঁড়াতে দিতেই হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, টোকেন প্রদান কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে । টোকেন প্রদান কেন্দ্রগুলোতে যথাযথ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা । বর্তমানে ভক্তদের রাখা হয়েছে বিষ্ণু নিবাসম ও ভূদেবী কমপ্লেক্স শেডে ।
বিভিন্ন রাজ্যের ভক্তরা ভিড় জমানোর কারণ : তিরুমালা তিরুপতি দেবস্থানম অর্থাৎ টিটিডি (TTD) 10, 11 এবং 12 জানুয়ারি বৈকুণ্ঠদ্বারা সর্বদর্শন টোকেন ইস্যু করার ব্যবস্থা করেছে ৷ টিটিডি কর্মকর্তারা প্রতিদিন 40 হাজার হারে তিন দিনে 1.2 লাখ টোকেন ইস্যু করবেন । এই কারণে, ভক্তরা বৈকুণ্ঠের মাধ্যমে সর্বদর্শন টোকেনের জন্য প্রচুর পরিমাণে ভিড় করছেন। যেহেতু টিটিডি ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার সকাল 5 টায় দর্শনের টিকিট জারি করা হবে, যার জন্য তামিলনাড়ু, কর্ণাটক এবং তেলুগু রাজ্যের পাশাপাশি তিরুপতির বাসিন্দারা টোকেন নিতে ভিড় জমান । টিটিডি দ্বারা স্থাপিত টোকেন প্রদান কেন্দ্রগুলিতে সন্ধ্যা থেকে ভক্তরা অপেক্ষা করছেন । ভক্তদের ব্যাপক ভিড়ের কারণে সারিবদ্ধ লাইনে প্রবেশ করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে ।
পুলিশ ভক্তদের সুশৃঙ্খলভাবে পাঠাতে পদক্ষেপ নিয়েছে । টিটিডি ইতিমধ্যে ঘোষণা করেছে যে এটি তিনদিনের জন্য 1.20 লক্ষ টোকেন ইস্যু করবে । শহরের শ্রীনিবাসম, বিষ্ণুনিবাসম, রামচন্দ্র পুষ্করানি, আলিপিরি ভুদেবী কমপ্লেক্স, ইমার পল্লী জেডপি হাই স্কুল, বাইরাগিপট্টেদা রামানাইডু হাই স্কুল, সত্যনারায়ণপুরম জেডপি হাই স্কুল এবং ইন্দিরা ময়দান কেন্দ্রগুলিতে টিকিট দেওয়া হবে ।