নাসিক, 30 এপ্রিল:ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস ৷ মঙ্গলবারমুম্বই-আগ্রা জাতীয় মহাসড়কের রাহুদ-ঘাট এলাকার ঘটনা ৷ সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় ৷ ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃ্ত্যু হয়েছে ৷ 22 জন গুরুতর আহত ৷ ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে মুম্বই-আগ্রা হাইওয়ে ৷ দুর্ঘাটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ৷
প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে রাহুদ ঘাট এলাকাটি খুবই বিপজ্জনক। এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে । এর আগেও সরকারি বাসের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে । তারপর থেকই এই স্থানটিকে 'দুর্ঘটনা প্রবণ' (ব্ল্যাক-স্পট) হিসেবে চিহ্নিত করা হয়েছে । এদিনের দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা ভিড় জমান ৷ দুর্ঘটনা এড়াতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া আরজি জানান প্রশাসনের কাছে ৷
অন্যদিকে, এদিন সকালে কেরলের কুন্নুরেও পথ দুর্ঘটনা ঘটে ৷ গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারে 5 জনের মৃ্ত্য়ু হয়েছে ৷ ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত অবস্থায় 9 বছরের এক বালককে উদ্ধার করে নিকটবর্তী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷
কেরলের কুন্নুরে মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন কেএন পদ্মকুমার (59), সুধাকরণ (52) ও তাঁর স্ত্রী অজিতা (35), শ্বশুর কজুমাল কৃষ্ণান (65), অজিতার ভাইপো আকাশ (9) ৷ সুধাকরণ-অজিতা তাঁদের ছেলে সিএ কোর্সে ভরতি করা হয়েছে ৷ সেই হস্টেলে ছেলেকে ছাড়তে যান তাঁরা ৷ সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁদের গাড়ি ৷ মর্মান্তিক পরিণতি হয় সকলের ৷
আরও পড়ুন:
- বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল ট্রাক, মৃত 6
- ফের কোটায় নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, চার মাসে 6 পড়ুয়ার মৃত্য়ু