পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! দুধের গাড়িতে বাসের ধাক্কায় মৃত অন্তত 18; শোকপ্রকাশ রাষ্ট্রপতির - Bus Accident - BUS ACCIDENT

Road Accident in Uttar Pradesh: উন্নাওয়ে দুধের গাড়ির সঙ্গে ধাক্কা বাসের ৷ ঘটনায় মৃত 18 জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Road Accident
ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:27 AM IST

Updated : Jul 10, 2024, 11:02 AM IST

উন্নাও, 10 জুলাই:দুরন্ত গতিতে ছুটে আসা এক বাসের সঙ্গে ধাক্কা দুধের ট্যাঙ্কারের ৷ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উলটে যায় বাস ৷ ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হল 18 জনের ৷ আহত 30 জন ৷ বুধবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের 2 লক্ষ ও আহতদের 50 হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ সেইসঙ্গে প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷

জানা গিয়েছে, বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল । এদিন ভোরে বেহতা মুজাওয়ার থানা এলাকার গাধা গ্রামের সামনে ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা ৷ পৌঁছন এসডিএম নম্রতা সিং ৷ মৃতদের শনাক্ত করার কাজও শুরু করে দেওয়া হয় ৷

দুধের গাড়ির সঙ্গে ধাক্কা বাসের (ইটিভি ভারত)

উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে ৷ অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ উন্নাওয়ের সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে ৷ বিহার সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷

ঘটনাপ্রসঙ্গে উন্নাওয়ের জেলাশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, "আজ ভোর 5টা 15 মিনিট নাগাদ বিহার থেকে একটি বাস আসছিল ৷ সেই সময় জাতীয় সড়কের উপর একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত 18 জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন একাধিক ৷ ঘটনার প্রাথমিক তদন্তে যা মনে হচ্ছে, বাসটি দ্রুতগতিতে চলছিল ৷ তবে তদন্ত এখনও চলছে ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে ৷"

Last Updated : Jul 10, 2024, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details