শ্রীনগর, 16 এপ্রিল: শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি ৷ নৌকাতে বেশিরভাগ ছিল স্কুল পড়ুয়ারা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধার করা হয়েছে ছ'জনকে ৷ তাদের মধ্যে তিনজেনর অবস্থা আশংকাজনক ৷ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ৷ বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ নিখোঁজ রয়েছে অনেকে ৷ তাদের খোঁজ করছে উদ্ধারকারী দল ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 8টা নাগাদ শহরের উপকণ্ঠে গান্দবাল নওগাম এলাকায় ৷ ঘটনাস্থলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে । পুলিশও সঙ্গে রয়েছে ৷ তারা একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷
হাসপাতাল সূত্রে খবর, নৌকাডুবির ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ বাকি পাঁচজনকে পরে উদ্ধার করা হয় ৷ তাদের মধ্যে দু'জন মৃত অবস্থায় ছিল ৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে শ্রীনগরে ৷ এর ফলে ঝিলাম-সহ বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়েছে । এই পরিস্থিতিতে মাঝ নদী দিয়ে যাওয়ার সময় নৌকাটি উলটে যায় ৷ স্থানীয়রা জানাচ্ছেন, ঝিলম নদীর উপর সেতু নেই ৷ ফলে পারাপারের জন্য নৌকাই ভরসা তাদের ৷ গত এক দশক ধরে গুন্দবালকে শ্রীনগরের সঙ্গে যুক্তকারী একটি সেতু নির্মাণাধীন রয়েছে ৷ যার কারণে স্থানীয় লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে । সরকার যদি এই সেতুটি নির্মাণ করে দিত তাহলে এই দুর্ঘটনা ঘটত না বলে এলাকাবাসীর দাবি ।