পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমে NEET-UG সম্পর্কিত একগুচ্ছ মামলা শুনবে সুপ্রিম কোর্ট - SUPREME COURT HEARING ON NEET UG - SUPREME COURT HEARING ON NEET UG

NEET-UG 2024 CONTROVERSY: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হবে নিট-ইউজি একাধিক মামলার শুনানি ৷ এই পরীক্ষা সংক্রান্ত মোট 38টি মামলার শুনানি হবে সোমবার, 8 জুলাই ৷

NEET-UG 2024 Row
সুপ্রিম কোর্টে নিট-ইউজি মামলার শুনানি (ফাইল চিত্র)

By PTI

Published : Jul 7, 2024, 6:27 PM IST

Updated : Jul 7, 2024, 8:41 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: দেশের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি 2024 পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ মামলা দায়ের হয়েছে বিভিন্ন আদালতে এবং সুপ্রিম কোর্টে ৷ সোমবার এই পরীক্ষাগুলি নিয়ে দায়ের হওয়া মামলাগুলির শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷

আদালতের ওয়েবসাইটে আপলোড করা 8 জুলাইয়ের তালিকা অনুসারে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই পরীক্ষা সংক্রান্ত মোট 38টি পিটিশনের শুনানি নির্ধারিত রয়েছে ৷

গত 5 মে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে নিট-ইউজি 2024 পরীক্ষা হয় ৷ এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয় 4 জুন ৷ তারপরই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও বেনিয়মের অভিযোগ ওঠে ৷ এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷

সেই মামলার শুনানিতে 5 জুলাই কেন্দ্রীয় সরকার এবং পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ শীর্ষ আদালতকে জানায়, নিট-ইউজি পরীক্ষা বাতিল করলে মারাত্মকভাবে বিপদে পড়বে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ৷ পাশাপাশি পরীক্ষা নিয়ে অভিযোগের কোনও প্রমাণ নেই বলেও জানিয়েছে এনটিএ ৷

ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্রাজুয়েট (নিট-ইউজি) পরীক্ষাটি সারা দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং মেডিক্যাল সম্পর্কিত অন্যান্য কোর্সে ভর্তির জন্য হয় ৷ পরীক্ষাটি পরিচালনা করে এনটিএ ৷

5 মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে একাধিক বিষয়ে বড় আকারের বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করে পড়ুয়ারা ৷ এই ইস্যুতে ছাত্রছাত্রীরা এবং রাজনৈতিক দলগুলির তরফে এনটিএ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে ৷

নিট-ইউজি 2024 পরীক্ষা বিতর্কে 5 মে-র এই পরীক্ষাটি বাতিল করা, ফের পরীক্ষা এবং বেনিয়ম সংক্রান্ত অভিযোগে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলায় শিক্ষামন্ত্রক এবং এনটিএ সুপ্রিম কোর্টে পৃথক হলফনামা দাখিল করেছে ৷ সেই হলফনামায় পরীক্ষা বাতিল, ফের পরীক্ষা এবং আদালতের নজরদারিতে তদন্ত চাওয়ার বিরোধিতা করেছে কেন্দ্র ও এনটিএ- উভয় পক্ষই ৷ তারা জানিয়েছে, দেশের তদন্তকারী সংস্থা সিবিআই বিভিন্ন রাজ্যে নথিভুক্ত করা মামলাগুলি নিজেদের হাতে নিয়েছে ৷

কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, একই সময়ে, একটি সর্বভারতীয় পরীক্ষায় গোপনীয়তার বড় মাপের লঙ্ঘনের কোনও প্রমাণ নেই ৷ আর প্রমাণের অভাবে পুরো পরীক্ষা এবং ইতিমধ্যে ঘোষিত ফলাফলগুলি বাতিল করা যুক্তিসঙ্গত হবে না ৷ শিক্ষামন্ত্রক জানিয়েছে, সম্পূর্ণভাবে পরীক্ষা বাতিল করা লক্ষাধিক পরীক্ষার্থীকে কার্যত মারাত্মকভাবে বিপদে ফেলবে ৷ এনটিএ পৃথক হলফনামায়, কেন্দ্রের সুরেই সুর মিলিয়েছে ৷

এনটিএ জানায়, পরীক্ষা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে, তার ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করলে তার ফল উলটো হবে ৷ তা বৃহত্তর জনস্বার্থের জন্য আদতে ক্ষতিকারকই হবে ৷ বিশেষত যোগ্য প্রার্থী এবং পড়ুয়াদের কেরিয়ারের জন্য ৷ একই সঙ্গে সংস্থা এও জানিয়েছে, নিট-ইউজি 2024 পরীক্ষা কোনও অবৈধ উপায় ছাড়া ন্যায্যভাবে এবং যথাযথ গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়েছিল ৷ পরীক্ষার সময় যে অনিয়মের অভিযোগ উঠেছে তাকেও সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর বলে খারিজ করেছে এনটিএ ৷ এই আবহেই সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে সোমবার ৷ (পিটিআই)

Last Updated : Jul 7, 2024, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details