পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ, রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা - RESERVE BANK OF INDIA GOVERNOR

মেয়াদ শেষ হচ্ছে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাসের ৷ তাঁর জায়গায় নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা ৷

RBI Governor Revenue Secretary Sanjay Malhotra
আরবিআই নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা (ছবি সৌজন্য: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 7:12 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা ৷ এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব ৷ সোমবার একটি সরকারি নির্দেশিকায় বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ ৷

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে 10 ডিসেম্বর ৷ তিনি ছ'বছর ধরে আরবিআই গভর্নর পদে ছিলেন ৷ তাঁর মেয়াদ শেষ হলে পরদিন অর্থাৎ 11 ডিসেম্বর আরবিআই-এর নতুন গভর্নরের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয় মালহোত্রা ৷

আরবিআই গভর্নর নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি (ছবি সৌজন্য: কেন্দ্রীয় প্রশাসন)

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, "রাজস্ব সচিব আইএএস সঞ্জয় মালহোত্রাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি ৷ 11 ডিসেম্বর 2024 তারিখ থেকে আগামী 3 বছরের জন্য তিনি এই পদে থাকবেন ৷"

1990 সালের আইএস ক্যাডার সঞ্জয় কানপুর আইআইটি'র কম্পিউটার সায়েন্স-এ স্নাতক ৷ এছাড়া আমেরিকায় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন সঞ্জয় মালহোত্রা ৷ তিনি অর্থ এবং আয়কর বিভাগ, তথ্য ও সম্প্রচার, খনির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন ৷

এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব ৷ এর আগে সঞ্জয় মালহোত্রা অর্থ মন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগের সচিব ছিলেন ৷ রাজ্যস্তর-সহ কেন্দ্রীয় সরকারের অর্থ এবং আয়কর বিভাগে তাঁর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে ৷ করের নীতি প্রণয়নের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷

আরবিআই গভর্নর হওয়ার আগে শক্তিকান্ত দাসও রাজস্ব সচিব এবং আর্থিক বিষয়ের (ইকোনমিক অ্যাফেয়ার্স) সচিব ছিলেন ৷ 2018 সালের 12 ডিসেম্বর তিনি 25তম আরবিআই-এর গভর্নর পদে নিযুক্ত হন ৷ 2021 সালে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন ৷ এছাড়া রঘুরাম রাজন, বিমল জালান, উর্জিত প্যাটেল, ডি সুব্বারাও, ড. ওয়াইভি রেড্ডি, ড. সি রঙ্গরাজন এবং এস জগন্নাথ-দের তালিকায় যুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা ৷

ABOUT THE AUTHOR

...view details