পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাছ-মাংস বাঙালির মজ্জায়, 'আমিষ' বিতর্কে প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন সাগরিকা-মহুয়া - PM Modi Non Veg Remark

PM Modi Non-Veg Remark: শ্রাবণ মাসে মাংস রান্না এবং নবরাত্রির সময় মাছ খাওয়া নিয়ে রাহুল ও তেজস্বীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী ৷ আর তার পালটা জবাব দিয়েছেন দুই বঙ্গকন্যা সাংসদ সাগরিকা ঘোষ এবং তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ কী বললেন তাঁরা ?

ETV Bharat
রাহুল ও তেজস্বীকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

By ANI

Published : Apr 13, 2024, 9:41 AM IST

উধমপুর ও কলকাতা, 13 এপ্রিল:"হ্যাঁ শ্রাবণ মাসে কেউ কেউ মাংস খায় ৷ অন্তত প্রতি মাসে রক্ত শোষণকারী বিজেপি সরকারের থেকে ভালো ৷" সোশাল মিডিয়ায় লিখলেন তৃণমূলের লোকসভা প্রার্থী মহুয়া মৈত্র ৷ শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে প্রধানমন্ত্রী 'ইন্ডিয়া' জোটের সদস্য রাহুল গান্ধি ও তেজস্বী যাদবকে আক্রমণ করেন ৷ সেই বিতর্কের প্রেক্ষিতেই এই মন্তব্য মহুয়ার ৷ অন্যদিকে এখন চৈত্র নবরাত্রির চলছে ৷ এমন সময় আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব মাছ খাওয়ার ভিডিয়ো পোস্ট করেন ৷ নবরাত্রি চলাকালীন তাঁর এই ভিডিয়ো পোস্ট নিয়েও প্রধানমন্ত্রী কটাক্ষ করেন ৷

এর জবাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশাল মিডিয়ায় লেখেন, "সরস্বতী পুজোয় বাঙালির বহু ঘরেই জোড়া ইলিশ রান্না করার রীতি আছে ৷ দুর্গাপুজোয় বাঙালিরা মাংসের ঝোল চেটেপুটে খায় ৷ আর বিজয়া দশমীতে মাছ একটা বিশেষ পদ ৷ বাঙালি বিয়েতে ফিশ ফ্রাই এবং চিকেন কারি থাকবেই থাকবে ৷" এরপর তিনি প্রধানমন্ত্রী মোদিকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, "যে দেশে খাবারের এমন বৈচিত্র্য সেই দেশে কি প্রধানমন্ত্রী নিরামিষ ভোজন চালু করার কথা ভাবছেন, সত্যি ? আর এখানেই তো কত মানুষ খেতে পায় না ৷ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, থুড়ি ইলেকশন মন্ত্রী, খাবারদাবার প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ ৷ ওটা যার যার উপর ছেড়ে দিন ৷ বরং চাকরি আর মূল্যবৃদ্ধিতে নজর দিন ৷"

শুক্রবার জম্মু-কাশ্মীরের উধমপুরে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধি এবং লালু-পুত্র তেজস্বী যাদবের মাংস ও মাছ খাওয়াকে কটাক্ষ করে 'মুঘল মানসিকতা' বলেছেন ৷ 'ইন্ডিয়া' জোট তৈরি হওয়ার পর গত বছরের 2 সেপ্টেম্বর তারিখে কংগ্রেসের রাহুল গান্ধি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বাড়ি গিয়ে পাঁঠার মাংস রান্না করেন ৷ 'লালুজির সিক্রেট রেসিপি আর রাজনৈতিক মশালা' শীর্ষক ওই ভিডিয়োয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ লালুপ্রসাদ যাদব কংগ্রেস সাংসদ রাহুলকে মাংস রান্না করা শেখাচ্ছেন ৷ কীভাবে মাংস রান্না হল, সেই ভিডিয়ো রাহুল তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্টও করেন ৷

অন্যদিকে নির্বাচনী প্রচারের ব্যস্ত থাকায় খাওয়াদাওয়ার সময় পাচ্ছেন না বিহারের আরজেডি নেতা লালু-পুত্র তেজস্বী যাদব ৷ তাই হেলিকপ্টারে যাওয়ার পথে মাত্র 10-15 মিনিটে কীভাবে মাছ আর রুটি দিয়ে দুপুরের খাওয়া সারছেন তিনি, সেই ভিডিয়ো পোস্ট করেছেন তেজস্বী ৷ সঙ্গে রয়েছেন বিহারেরই এক মন্ত্রী মুকেশ সাহনি ৷

শুক্রবার উধমপুরে রাহুল ও লালুর নাম না-নিয়ে তাঁকে আক্রমণ করে প্রধানমন্ত্রীবলেন, "কংগ্রেস এবং ইন্ডি জোটের সদস্যরা দেশের সিংহভাগ মানুষের আবেগকে পাত্তাই দেয় না ৷ তা নিয়ে খেলতে পছন্দ করেন ৷ একজনকে আদালত দোষী সাব্যস্ত করেছিল ৷ তিনি জামিনে মুক্ত ৷ তারা এরকম একজন অপরাধীর বাড়িতে গিয়ে শ্রাবণ মাসে আনন্দের সঙ্গে মাংস রান্না করছেন ৷ আবার সেই ভিডিয়ো তৈরি করে দেশের মানুষকে বিদ্রূপও করছে ৷" এর সঙ্গে তিনি এও জানান যে, আইন বা মোদি কেউই তাঁদের থামানোর চেষ্টা করবে না ৷ তবে এই ধরনের মানুষদের উদ্দেশ্যটা অন্যধরনের ৷

এই উদ্দেশ্যর ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মুঘলরা ভারতে আক্রমণ করে থামেনি ৷ যতক্ষণ পর্যন্ত না তারা মন্দিরগুলি ধ্বংস করতে পারছে ততক্ষণ তাঁদের শান্তি হয়নি ৷ তাই এরাও মুঘলদের মতোই, শ্রাবণ মাসে মাংস তৈরির ভিডিয়ো দিয়ে দেশের মানুষের সঙ্গে ঠাট্টা করছে ৷" লালু-পুত্র তেজস্বীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আপনি নবরাত্রি চলাকালীন আমিষ খাচ্ছেন ৷ কী কারণে আপনি এই ভিডিয়ো দেখাচ্ছেন ? আপনি মানুষের ভাবধারায় আঘাত হানছেন ৷ আর আমি এও জানি, এই মন্তব্য করার পর আপনারা আমার পিছনে পড়ে যাবেন ৷ কিন্তু সীমা অতিক্রম করলে, আমার কর্তব্য যে আমি মানুষের সামনে সত্যিটা তুলে ধরব ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যের মর্যাদা ফিরিয়ে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট শীঘ্রই, উধমপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর
  2. রামনবমীর আগেই বঙ্গে ফের মোদি, একইদিনে নির্বাচনী সভা মমতারও
  3. 'কথা দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', হুঁশিয়ারি মোদির

ABOUT THE AUTHOR

...view details