মমতাকে নিশানা সাধ্বী নিরঞ্জন জ্যোতির ফতেপুর (উত্তরপ্রদেশ), 7 এপ্রিল: ইডির পর ফের পশ্চিমবঙ্গে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএ-র আধিকারিকরা ৷ শনিবার ভূপতিনগরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷
মোদি সরকারের এই মন্ত্রীর কথায়, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্বাধীন। তারা তাদের কাজ করতে গিয়েছিল ৷ পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে সেটাই ঠিক ৷ সেখানকার পুলিশও তাঁর কর্মী হিসেবে কাজ করে । পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে তাঁর সঠিক জায়গা দেখিয়ে দেবে ।"
ফতেপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শনিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিজের লোকসভা কেন্দ্রে বৈঠক করেন । বৈঠকের পর অখিলেশ যাদব মুখতার আনসারির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, "আমি মনে করছি পূর্বাঞ্চলে যে ধরণের সন্ত্রাস ছিল তার অবসান হয়েছে । সমাজবাদী পার্টি প্রতিটি ইস্যুকে নির্বাচনী দৃষ্টিকোণ থেকে দেখে ৷ আমার মনে হয় নির্বাচন না হলে অখিলেশ সেখানে যেতেন না । মুখতার আনসারির হার্ট অ্যাটাকের কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে । সেই মৃত্যুকে রাজনৈতিক ইস্যু করা ঠিক নয় ।"
লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ এই বিষয়ে সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, "দেখুন আমার মনে হচ্ছে বিরোধীরা নার্ভাস । লালু যাদব কংগ্রেস সরকারের আমলে গ্রেফতার হন । কংগ্রেস সরকারের আমলে তাঁর অনেক মন্ত্রী জেলে গিয়েছিলেন ।"
আরও পড়ুন:
- ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
- ‘হামলাটা মেয়েরা করেননি, করেছে এনআইএ’; ভূপতিনগর কাণ্ডে বড় অভিযোগ মমতার
- ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী