পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারের এনডিএ প্রার্থী তালিকায় নেই আরএলজেপি, মন্ত্রীত্ব ছাড়লেন রামবিলাসের ভাই পশুপতি - Pashupati Paras resigns as Minister

Pashupati Paras resigns as Union Minister: বিহারের এনডিএ প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায়, ক্ষোভে কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়লেন রামবিলাসের ভাই তথা আরএলজেপি সভাপতি পশুপতি কুমার পারস ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 2:56 PM IST

পটনা, 19 মার্চ: ভোটের মুখে এনডিএ-তে ভাঙন ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিহারে এনডিএ-র প্রার্থী তালিকায় জায়গা হয়নি তাঁর দলের ৷ বিজেপি তাঁর থেকে বিচ্ছিন্ন ভাইপো তথা এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ানের সঙ্গে আসন ভাগাভাগি চুক্তি চূড়ান্ত করার পরদিনই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন রামবিলাস পাসোয়ানের ভাই তথা রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (আরএলজেপি) সভাপতি পশুপতি কুমার পারস ৷ তাঁদের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ তাঁর ৷

সংবাদসংস্থা এএনআই-কে আরএলজেপি সভাপতি বলেন, "গতকাল এনডিএ জোট বিহার লোকসভার জন্য 40 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে...আমাদের দলের পাঁচজন সাংসদ ছিল এবং আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছি...আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে এবং তাই আমি কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি ।"

সোমবার ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিহারে লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির কথা ঘোষণা করেছে, যেখানে বিজেপি 17টি আসনে এবং জেডি-(ইউ) 16টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । জিতন রাম মানঝির নেতৃত্বাধীন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টি একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) লড়বে পাঁচটি আসনে । বিজেপি যে উল্লেখযোগ্য আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মধ্যে রয়েছে পশ্চিম চম্পারন, পূরবী চম্পারন, ঔরঙ্গাবাদ, মধুবনী, দ্বারভাঙা, মুজাফফরপুর, মহারাজগঞ্জ, সরণ, বেগুসরাই, নওয়াদা, পটনা সাহেব, পাটলিপুত্র, আরা, বক্সার এবং সাসারাম ।

জেডি(ইউ)-কে দেওয়া হয়েছে বাল্মীকিনগর, সীতামধি, ঝাঁঝরপুর, সুপল, কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জেহানাবাদ এবং শেওহর আসন । অন্যদিকে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রতিদ্বন্দ্বিতা করবে বৈশালী, হাজিপুর, সমষ্টিপুর, খাগরিয়া এবং জামুই থেকে । হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা যথাক্রমে গয়া ও কারাকাতে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

বিহারের লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে, 19 এপ্রিল থেকে শুরু হয়ে 1 জুন শেষ হবে সেখানকার ভোট । ফলাফল ঘোষণা করা হবে 4 জুন ।

2019 লোকসভা নির্বাচনে, বিজেপি 24.1 শতাংশ ভোট শেয়ারের সঙ্গে 17টি আসন জিতেছিল, জেডি(ইউ) 22.3 শতাংশ ভোট শেয়ার নিয়ে 16টি আসনে জয়লাভ করেছিল । অন্যদিকে, এলজেপি 8 শতাংশ ভোট শেয়ারের সঙ্গে 6টি আসন জিতেছিল এবং কংগ্রেস 7.9 শতাংশ ভোট শেয়ারের সঙ্গে মাত্র একটি আসন জিতেছিল । (এএনআই)

আরও পড়ুন:

  1. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
  2. 'ইন্ডিয়া' জোট হবে, তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেও আশায় বাঁচছে কংগ্রেস !
  3. জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের

ABOUT THE AUTHOR

...view details