নয়াদিল্লি, 10 জুলাই: সুপ্রিম স্বস্তি পেল আদানি গোষ্ঠী ৷ বুধবার গুজরাত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ গুজরাতের কুচে মুন্দ্রা বন্দরের কাছে আবাদি 108 হেক্টর জমি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট ৷ সেই নির্দেশের উপরই জারি হল নিষেধাজ্ঞা ।
2005 সালে 231 একর আবাদি জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল ৷ গত 5 জুলাই গুজরাত হাইকোর্ট এই 108 হেক্টর জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করে আদানি বন্দর কর্তৃপক্ষ ৷ এদিন সেই মামলায় আদানি বন্দর কর্তৃপক্ষ এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট ৷ সওয়াল-জবাব পর্বে আদালতে আদানিদের পক্ষে জানানো হয় বিচারের স্বার্থে এই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা উচিত ৷