নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: সমস্ত জল্পনার অবসান ৷ নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল বিজেপি ৷ দিল্লির মসনদে বসছেন রেখা গুপ্তা ৷ আগামিকাল, 20 ফেব্রুয়ারি দুপুর 12টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে জিতেছেন তিনি ৷ এই শালিমার বাগ আসন থেকে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন সাহিব সিং ভার্মা ৷ তাঁর ছেলে পরবেশ সাহিব সিং ভার্মাই নয়াদিল্লি আসনে হারিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ৷ তাঁকে রেখার ডেপুটি হিসেবে বেছে নিয়েছে বিজেপি ৷
আর ঝাড়ু নয়, একবার ফের পদ্মে আস্থা রেখেছে দিল্লির জনতা ৷ 1993 বিধানসভা ভোটের পর ফের 2025 ৷ দিল্লির মসনদ দখল করতে ‘মাত্র’ 27 বছর সময় নিয়েছে বিজেপি ৷ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে বাদ দিলে দিল্লির বেশ কিছু অংশে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷