হায়দরাবাদ,3 এপ্রিল: তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল 6 জনের। একটি সূত্রের দাবি আরও 8-10 জন কারখানার ভিতরেই আটকে রয়েছেন। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জানা গিয়েছে, বিকেব 5টা নাগাদ কারখানায় একটি বিস্ফোরণ হয়। তার জেরেই এত মানুষের প্রাণ গিয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে 4 জনের বাড়ি বিহারে।
পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার হান্তুরা মণ্ডল জেলার চন্দপুরে একটি কারাখানায় এই ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি যাঁরা ভিতরে আটকে রয়েছেন তাঁদের বাইরে বের করার কাজ চলছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় মৎস্যজীবীপরা। পাশাপাশি যাঁরা ভিতরে আটকে রয়েছেন তাঁদের বাইরে বের করার কাজ চলছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা। তবে স্থানীয়দের সঙ্গে থেকে পুলিশ-প্রশাসন এমন একটি খবর পেয়েছেন যা তাঁদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অনুমান ভিতরে কমপক্ষে 50 জন আটকে ছিলেন।
ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়েছেন দমকলের ডিজি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা। তাছাড়া ঘটনাস্থলে প্রশাসনের বিশেষ টিমও গিয়েছে। উদ্ধারের কাজ কতটা হল সেটাই দেখতে এই তাদারকি। একইসঙ্গে কাউকে যদি উন্নত চিকিৎসার জন্য অন্য কোনও হাসাপাতালে নিয়ে যাওয়ার দরকার হয় সেই কাজে যাতে বিলম্ব না হয় সেটাই নিশ্চিত করবেন প্রশাসনেক কর্তারা। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি আগুন কীভাবে লাগল তাও জানার কাজ শুরু করেছেন প্রশাসনের কর্তারা। কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা তাও দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্তের কাজে গতি আনবে পুলিশ। কারাখানার মালিক থেকে শুরু করে শ্রমিকদের সঙ্গেও কথা বলা হবে। এরপরই আগুন লাগার কারণ সঠিকভাবে জানা যাবে।
আরও পড়ুন:
- বিধ্বংসী আগুনে পুড়ে গেল পাওয়ার হাউসের একাংশ, দেখুন ভিডিয়ো
- ভোররাতে কাপড়ের দোকান ও বাড়িতে আগুন, দমবন্ধ হয়ে মৃত একই পরিবারের 7