পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্রৌপদী মুর্মু 'অসহায়'! রাষ্ট্রপতির মর্যাদায় আঘাত হেনেছেন সোনিয়া, বিবৃতি রাইসিনা হিলসের - SONIA GANDHI COMMENT ON PRESIDENT

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন ৷ সোনিয়া গান্ধির এহেন মন্তব্যে 'সম্মানহানি' হয়েছে বলে নিন্দা করল রাষ্ট্রপতি ভবন ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 5:29 PM IST

Updated : Jan 31, 2025, 6:59 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: সোনিয়া গান্ধির মন্তব্য রাষ্ট্রপতির সম্মানে আঘাত হেনেছে। তা কোনওভাবে গ্রহণযোগ্যও নয় ৷ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল রাষ্ট্রপতি ভবন ৷ বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ সম্পর্কে সাংসদ সোনিয়া জানান, তাঁর বক্তৃতায় অসহায়তা প্রকাশ পেয়েছে ৷ তিনি যেন এক অসহায় নারী। রাষ্ট্রপতি বক্তৃতা দিতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন ৷ এদিকে কংগ্রেস নেত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ সোনিয়ার পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণকে একঘেয়ে বলে সমালোচিত হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও।

সঙ্গে সঙ্গে এহেন মন্তব্যের সমালোচনায় নেমে পড়েন ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷ এদিকে সোনিয়া-কন্যা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি তাঁর মায়ের সমর্থনে বলেন, "আমার মায়ের বয়স 78 বছর ৷ তিনি খুব সাধারণভাবেই বলেছেন, 'রাষ্ট্রপতির ভাষণ অনেক দীর্ঘ ছিল ৷ তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন ৷ তাঁকে পুরোপুরি সম্মান করেন আমার মা ৷ এটা খুব দুর্ভাগ্যজনক যে, মিডিয়ায় এই মন্তব্যের মানে বদলে দেওয়া হয়েছে ৷ তাঁরা দু'জনেই সম্মানীয় ব্যক্তি এবং আমাদের থেকে বড় ৷ তিনি (মা সোনিয়া গান্ধি) অসম্মানজনক কিছু বলেননি ৷ বিজেপির প্রথমে ক্ষমা চাওয়া উচিত ৷ তারা বিষয়টির স্তর নামিয়েছে ৷"

কী বলেছিলেন সোনিয়া গান্ধি ?

এদিন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ শেষ হওয়ার পরেই কক্ষের বাইরে বেরিয়ে আসেন রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন সাংসদ পুত্র রাহুল গান্ধি ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধিও ৷ এই সময় তাঁকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ এর উত্তরে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া বলেন, "রাষ্ট্রপতিকে অসহায় লাগছিল ৷ তিনি বক্তৃতার শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন ৷ তিনি কথাই বলতে পারছিলেন না ৷" এই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷

রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতি

এদিনই প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়ার মন্তব্যের সমালোচনা করে রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, "সম্মানীয় রাষ্ট্রপতির বক্তৃতার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কয়েকজন উল্লেখযোগ্য কংগ্রেস নেতা মিডিয়ায় যে মন্তব্য করেছেন, তা রাষ্ট্রপতির কার্যালয়ের সম্মানে আঘাত হেনেছে ৷ এটা গ্রহণযোগ্য নয় ৷"

রাইসিনা হিলসের বিবৃতি (রাষ্ট্রপতি ভবন সূত্রে প্রাপ্ত)

সোনিয়ার বক্তব্য প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, "নেতারা বলেছেন যে, রাষ্ট্রপতি শেষদিকে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি কথাই বলতে পারছিলেন না ৷ রাষ্ট্রপতি ভবন জানাচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা ৷ রাষ্ট্রপতি কোনও জায়গাতেই ক্লান্ত হননি ৷"

প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা

সোনিয়ার মন্তব্যেরসমালোচনা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ গুজরাতের দ্বারকায় একটি জনসভায় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, "কংগ্রেসের এই লোকেরা নিজেদের দেশের প্রভু বলে মনে করেন ৷ আরও একবার কংগ্রেসের রাজ পরিবারের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে ৷ আজ আমাদের সবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি সংসদে ভাষণ দিয়েছেন ৷ তিনি দেশের জাতীয় সাফল্য এবং উন্নত দেশ নিয়ে বলছিলেন ৷ তিনি ওড়িশার একটি আদিবাসী পরিবার থেকে উঠে এসেছেন ৷ সেখান থেকে তিনি আজ দেশের প্রতিনিধিত্ব করছেন ৷ তাঁর মাতৃভাষা হিন্দি নয়, ওড়িয়া ৷ তাও তিনি সংসদে হিন্দি ভাষায় একটা অনুপ্রেরণা জাগানো বক্তৃতা দিয়েছেন ৷"

এরপর প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাকে খাটো করেছে ৷ তিনি বলেন, "কংগ্রেস রাজ পরিবার নতুন করে আরও এক ধাপ নীচে নামল ৷ দলের এক সদস্য তাঁর (রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু) বক্তৃতাকে 'একঘেয়ে' বলেছেন ৷ আরেকজন তাঁকে 'অসহায়' এবং 'ক্লান্ত' বলে উল্লেখ করেছেন ৷ এটা সেই প্রতিটি গরিব ব্যক্তির জন্য অপমানজনক, যাঁরা একেবারে তৃণমূল স্তর থেকে উপরে উঠেছেন ৷" তিনি আরও অভিযোগ করেন যে, কংগ্রেস সবসময় প্রান্তিক শ্রেণির অগ্রগতির মর্যাদাহানি করেছে ৷

Last Updated : Jan 31, 2025, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details