রাজগড়, 3 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশের রাজগড়ে ৷ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল 13 জনের ৷ গুরুতর আহত হয়েছেন 16 জন ৷ নিহতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 30 জন বরযাত্রীকে নিয়ে রাজস্থান থেকে রাজগড়ের কুলামপুরে যাচ্ছিল একটি ট্রাক্টর-ট্রলি ৷ বরযাত্রীর সকলেই রাজস্থানের মতিপুর গ্রামের জাওয়ার থানা এলাকার বাসিন্দা ৷ রাজগড়ের পিপলোদি ফাঁড়ির কাছে ঘটে বিপত্তি ৷ ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 শিশু-সহ 13 জনের ৷ এই ঘটনায় গুরুতর জখম 16 জনকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ৷ আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷ ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজগড়ের জেলা শাসক এবং এসপি ৷