অমরাবতী, 16 নভেম্বর: ভোটের মুখে রাহুল গান্ধির হেলিকপ্টারে চলল তল্লাশি ৷ নির্বাচন কমিশনের আধিকারিকরা শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালান ৷ স্বভাবতই ভোটের মুখে বিরোধী শিবিরের অন্যতম প্রধান নেতার হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাগে তল্লাশি চলায় নতুন করে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি।
আগামী 20 নভেম্বর এখানে বিধানসভা ভোট ৷ তার আগে একটি জনসভায় ভাষণ দিতে এসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। অমরাবতী জেলার আটটি বিধানসভা আসন আছে। এরমধ্যে ধামনগাঁও রেলওয়ের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। প্রায় সঙ্গে সঙ্গে রাহুল গান্ধির ব্যাগ চেক করা হয় বলে খবর ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, কেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না ? শুধুমাত্র বিরোধীদেরই কেন তল্লাশির মুখে পড়তে হচ্ছে ?