পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে নিট নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীকে আহ্বান রাহুলের - Rahul Gandhi on NEET Row - RAHUL GANDHI ON NEET ROW

NEET UG Controversy: বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট । তাদের দাবি, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আগে এই বিষয়ে আলোচনা করুক সরকার ৷ তা নিয়ে আলোচনা করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

Rahul Gandhi on NEET Scam
রাহুল গান্ধি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 12:52 PM IST

Updated : Jun 28, 2024, 4:39 PM IST

নয়াদিল্লি, 28 জুন: রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা । রাহুল গান্ধি বলেন, ‘‘নিট সমস্যাটি সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ দেশের তরুণ ও তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন ৷’’ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা ৷

সংসদ চত্ত্বরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘দেশের তরুণরা উদ্বিগ্ন ৷ তাঁরা জানেন না, তাঁদের ভবিষ্যতের সঙ্গে কী হচ্ছে । ইন্ডিয়া জোট মনে করে এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট। সংসদ থেকে তরুণদের প্রতি একটি বার্তা দেওয়া দরকার ৷ তাঁদের আশ্বাস দেওয়া দরকার যে দেশের সরকার এবং বিরোধীরা উভয়েই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ৷’’

এক্স পোস্টে রাহুল জানান, প্রধানমন্ত্রীর পদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই আলোচনায় অংশ নেবেন বিরোধীরা ৷ এই মুহূর্তে দেশের তরুণদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হওয়া দরকার ৷ কিন্তু সরকার এই নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয় ৷ মনে হচ্ছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে এই নিয়ে মুখ না-খোলার জন্য নির্দেশ এসেছে ৷

বিরোধীদের ক্রমাগত বিক্ষোভের পর এদিন 1 জুলাই, সকাল 11টা লোকসভা মুলতুবি করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ তারপরেই সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "সরকারের তরফে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি ৷ যেকোনও ইস্যু উত্থাপিত হোক না কেন, আমরা বিস্তারিত তথ্য দেব । আমরা বিরোধী সাংসদদের আশ্বাস দিচ্ছি যে সরকার সর্বদা আলোচনার জন্য প্রস্তুত । কিন্তু সংসদের কার্যক্রম স্থগিত করা ঠিক নয় ৷ কংগ্রেসের এই প্রবণতার নিন্দা জানাই ।’’

প্রসঙ্গত, 2024 সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ 5 মে দেশের 4 হাজার 750টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নেয় । নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ শুনানিতে কেন্দ্রীয় সরকার ও এনটিএ’কে জানিয়েছিল, পরীক্ষায় সামান্য বেনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ 0.001 শতাংশ অনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ দুর্নীতিতে যুক্ত কেউ যেন ছাড় না পায় ৷ এর সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে ৷ তাঁদের স্বার্থই যেন সর্বাধিকার পায় ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিক জানিয়েছিলেন, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনায় স্বচ্ছতার জন্য পর্যালোচনা করা হয়েছে ৷ তারপরই বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি সিবিআই’কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়েছিলেন তিনি ৷

Last Updated : Jun 28, 2024, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details