পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে সুলতানপুর আদালতে হাজিরা দেবেন রাহুল গান্ধি

Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভারত জোড়া ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করেছে । রাহুল গান্ধি 20 ফেব্রুয়ারি আমেঠিতে থাকবেন । এ বিষয়ে প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে । তবে ন্যায় যাত্রার মাঝে কংগ্রেস নেতা সুলতানপুর আদালতে হাজিরা দেবেন ।

Rahul Gandhi
রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:18 AM IST

আমেঠি, 20 ফেব্রুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই সুলতানপুর আদালতে মঙ্গলবার হাজিরা দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । কর্ণাটকে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি । আর তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে অভিযোগ দায়ের হয়, যা নিয়ে এমপিএমএলএ আদালত থেকে ক্রমাগত সমন জারি করা হচ্ছিল রাহুল গান্ধিকে । কিন্তু বারবার তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন ৷ এরপর গত মাসেই 20 ফেব্রুয়ারি তারিখটি নির্ধারণ করা হয় । আদালতের সমনকে সম্মান জানিয়ে রাহুল গান্ধি এ দিন হাজিরা দেওয়ার কথা জানান ৷

ইতিমধ্যে রাহুল গান্ধির ভারত জোড়া ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করেছে । তবে মঙ্গলবার রাহুল গান্ধি রায়বেরেলিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা স্থগিত রেখেছেন ৷ কারণ আদালতে হাজির দেবেন তিনি। সোমবার সন্ধ্যায় রাহুল গান্ধির অনুষ্ঠান এবং আদালতে যাওয়ার জন্য সুরক্ষা রোড ম্যাপ প্রকাশ করেছেন সুলতানপুরের জেলা ম্যাজিস্ট্রেট । রাহুল গান্ধির বিমান সকাল সাড়ে 10টায় আমহাট এয়ারস্ট্রিপে অবতরণ করবে। যেখান থেকে সড়ক পথে গিয়ে জেলা আদালতে হাজিরা দেবেন তিনি। রাহুল গান্ধির আগমনের খবরে স্থানীয় নেতারা প্রস্তুতি শুরু করেছেন। বিশেষ করে টিকিটের দাবিদারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ।

উল্লেখ্য, পাঁচ বছর আগে কর্ণাটকের একটি নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন । যা নিয়ে সুলতানপুর আদালতে অভিযোগ দায়ের করেন বিদায়ী চেয়ারম্যান বিজয় মিশ্র । চলতি বছরে 6 জানুয়ারি সুলতানপুরের এমপিএমএলএ আদালত তাঁকে হাজিরা দিতে বলা হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও একটু সময় চেয়ে নেন ৷ সেই মতো 20 ফেব্রুয়ারি অর্থাৎ আজ আদালতে হাজিরা দেবেন রাহুল ৷

অন্যদিকে, এ বছরের 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ 15টি রাজ্যের 100টি লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের এই ন্যায় যাত্রা ৷ যাত্রাটি 6,713 কিলোমিটার পথ অতিক্রম করবে, বেশিরভাগই বাসে তবে পায়ে হেঁটেও হবে যাত্রা । এটি 67 দিনের মধ্যে 110টি জেলা ঘুরবে, 20 বা 21 মার্চ মুম্বইয়ে শেষ হওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. 'ব্যারিকেড ভেঙেছি, আইন নয়', রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের
  2. 'ডাবল ইঞ্জিন সরকার মানে বেকারদের জন্য ডাবল ধাক্কা', বিজেপিকে তোপ রাহুলের
  3. আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুলের

ABOUT THE AUTHOR

...view details