নয়াদিল্লি, 6 জুলাই: রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতে অভিযোগের ঝুলি খুলে বসলেন লোকো পাইলট বা ট্রেন ও মালগাড়ির চালকরা ৷ নয়াদিল্লি রেল স্টেশনে শনিবার লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ প্রায় পঞ্চাশ জন লোকো পাইলটের সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথাগুলি শোনেন রাহুল ৷ তাঁদের সমস্যাগুলি সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাসও দিয়েছেন কংগ্রেস নেতা ৷
এদিন রাহুল গান্ধির হাতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন লোকো পাইলটরা ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, বিগত কয়েকবছরে একের পর এক রেল দুর্ঘটনায় বারবার চালকদের দোষারোপ করা হচ্ছে ৷ এর ফলে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে লোকো পাইলটদের কাজের পরিবেশ ও পরিস্থিতিকে ঠিক করতে হবে ৷ তা না হলে, এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ এক্ষেত্রে মানুষের ভুলে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে ৷