পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের বোমাতঙ্ক ! জরুরি অবতরণ পুনে-দেরাদুন ইন্ডিগো ফ্লাইটের - BOMB THREAT FLIGHTS

ইন্ডিগোর বিমানটিকে উত্তরাখণ্ডের জলি গ্রান্ট বিমানবন্দরে নামিয়ে তল্লাশি চালানো হয় ৷ পরপর ভুয়ো বোমাতঙ্কে উদ্বেগে অসামরিক বিমান মন্ত্রক ৷

BOMB THREAT FLIGHTS
ফের বোমাতঙ্ক ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 10:18 AM IST

ডোইওয়ালা (উত্তরাখণ্ড), 23 অক্টোবর: ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! এবার পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখার ভুয়ো খবর ছড়াল ৷ রানওয়েতে বিমানটিকে ঘিরে তল্লাশি চালায় নিরাপত্তা সংস্থাগুলি ৷ যদিও বিমানে বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে আতঙ্ক ছড়ায় ৷

জানা গিয়েছে, পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর 6E-403 বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর পাওয়া যায় ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রী ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয় ৷ আতঙ্কের মধ্যেই বিমানের ক্রু-সহ 183 জন যাত্রীকে নিয়ে বিকেল 5টা 15 মিনিটে উত্তরাখণ্ডের জলি গ্রান্ট বিমানবন্দরে অবতরণ করে বিমানটি ৷ খবর দেওয়া হয় সিআইএসএফ জওয়ান, বোম্ব স্কোয়াড ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷

বিমানটি অবতরণ করতেই রানওয়েতে হাজির হয় নিরাপত্তা সংস্থার সদস্যরা ৷ যাত্রীদের থেকে খানিক দূরে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করা হয় ৷ কিন্তু, বিমান থেকে বোমা কিংবা বিস্ফোরক জাতীয় কোনও উপাদান পাওয়া যায়নি বলে খবর ৷ তল্লাশির পর বিমানটিকে 143 জন যাত্রী-সহ 6টা 30 মিনিট নাগাদ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো ৷

জলি গ্রান্ট বিমানবন্দরের শীর্ষ আধিকারিক প্রভাকর মিশ্র বলেন, "তল্লাশিতে বিমানে কোনও বোমা পাওয়া যায়নি ৷ একটি ভুয়ো খবর এসেছিল আমাদের কাছে ৷ তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷ বিমানের সময়সূচিতে কোনও রকম বদল ঘটেনি ৷"

বিগত কয়েকদিন ধরে বিমানে বেশ কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার আকাসা এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পর তড়িঘড়ি সেটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের বিমানটি । মাঝ-আকাশে থাকাকালীন একজন কলকাতা বিমানবন্দরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তাতে বলা হয়, পুনে থেকে কলকাতাগামী এই বিমানে বোমা রাখা আছে । সেই পোস্ট দেখার পরই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে ।

গত কয়েক দিনে ভারতীয় এয়ারলাইন সংস্থাগুলি প্রায় 40টি বিমান বোমা রাখার ভুয়ো খবর পায় ৷ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান মন্ত্রক ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন:

ফের বোমাতঙ্ক ! তড়িঘড়ি বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

সোশাল মিডিয়ায় বোমার হুমকি! লন্ডনের বদলে ভিস্তারার বিমান নামল ফ্রাঙ্কফুর্টে

মাঝ-আকাশে বিমান হাইজ্যাক ও বোমা রাখার হুমকি ! হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে

ABOUT THE AUTHOR

...view details