পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মণিপুরে নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে মৃত এক, NIA তদন্তের নির্দেশ - MANIPUR VIOLENCE

আরও উত্তপ্ত উত্তর-পূর্ব রাজ্য মণিপুর ৷ নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে জিরিবাম জেলায় প্রাণ গেল এক বিক্ষোভকারীর ৷ অন্যদিকে, 3টি হিংসার ঘটনার তদন্ত করবে এনআইএ ৷

MANIPUR VIOLENCE
শনিবার ইম্ফলে গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা (পিটিআই)

By PTI

Published : Nov 18, 2024, 1:05 PM IST

ইম্ফল, 18 নভেম্বর: কার্ফু জারি হওয়ার পরও উত্তপ্ত মণিপুর ! এবার নিরাপত্তারক্ষীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক বিক্ষোভকারী ৷ ঘটনাটি ঘটেছে মণিপুরের জিরিবাম জেলায় ৷ এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা হিংসার ঘটনাগুলির মধ্যে 3টি ঘটনায় তদন্ত করবে এনআইএ ৷

কী হয়েছে ?

সোমবার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জিরিবাম জেলায় অশান্তির খবর পেয়ে এলাকায় পৌঁছয় নিরাপত্তা বাহিনী ৷ বিক্ষোভকারীরা এলাকায় ভাঙচুর চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের গুলির লড়াই হয় ৷ ঘটনায় এক বিক্ষোভকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ৷ তবে আগে কারা গুলি চালিয়েছে ? কার গুলিতেই বা আন্দোলনকারীর মৃত্যু হয়েছে ? সেই বিষয়ে কোনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি ৷ এক প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তারক্ষীদের তরফেই প্রথম গুলি চলে ৷

এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম কে অথৌবা ৷ রবিবার সন্ধ্যায় জিরিবাম এলাকায় কংগ্রেস ও বিজেপির কার্যালয়, স্থানীয় এক নির্দল বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত বিক্ষোভকারীর দল ৷ ভাঙচুর চালানো হয় ৷ নেতার বাড়ি ও রাজনৈতিক দলের কার্যালয় থেকে পেপার, কাঠের আসবাবপত্র বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় তারা ৷ এরপর সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনীর দল ৷ উল্লেখ্য, রবিবার জিরিবাম এলাকা থেকে আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে ৷

এনআইএ তদন্ত

বেশ কয়েকদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্য মণিপুর ৷ রাজ্যের একাধিক এলাকায় হিংসার ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন ৷ উত্তপ্ত বিক্ষোভকারীরা বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷ উত্তর-পূর্ব রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য বারবার কেন্দ্রের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা ৷ এই আবহে হিংসার 3টি ঘটনায় তদন্তের জন্য এনআইএ-কে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তালিকায় জিরিবাম এলাকায় কুকি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সিআরপিএফ জওয়ানদের গুলির লড়াইয়ের ঘটনাও রয়েছে ৷

নিরাপত্তাবাহিনীর টহলদারী

শনিবার বরাক নদী থেকে উদ্ধার হয় উদ্বাস্তু ক্যাম্প থেকে নিঁখোজ হয়ে যাওয়া তিন জনের দেহ ৷ তারপরই আছড়ে পরে জনরোষ ৷ হামলা চলে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ৷ মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা ৷ এরপর রাজ্যজুড়ে কার্ফু লাগু করা হয় ৷ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ বন্ধ বাজার, দোকান, যান চলাচল ৷

এই আবহে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইম্ফলের বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষ করে রাজ্য বিজেপির সদর দফতর ও রাজ ভবন এলাকায় একনাগাড়ে টহল দিচ্ছেন নিরাপত্তাবাহিনী ৷ এই আবহে, উত্তপ্ত রাজ্যকে কিছুতেই শান্ত করতে পারছেন না মুখ্যমন্ত্রী বীরেন সিং ৷ এই অভিযোগে বিজেপির জোট সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৷

পড়ুন:ফের উত্তপ্ত মণিপুর ! মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, জারি হল কার্ফু

পড়ুন:ব্যর্থ বিজেপি ! অশান্ত মণিপুরে সরকার থেকে সমর্থন প্রত্যাহার এনপিপির

ABOUT THE AUTHOR

...view details