ফারুখাবাদ, 6 সেপ্টেম্বর: জেলে বসেই লাখপতি হলেন এক কয়েদি! পারিশ্রমিক পেলেন 1.04 লক্ষ টাকা ! তিনি জেলের অন্য কয়েদিদের আইনি সাহায্য় করেছেন ৷ তাদের আইনি পরামর্শ দেওয়া এবং আইনি চিঠিপত্র লিখে দেওয়ার কাজকর্ম করেছেন ৷ তাই উত্তরপ্রদেশের ফারুখাবাদে কয়েদি কুলদীপ সিংকে এই অর্থ তাঁকে দিয়েছে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি, জানিয়েছেন, জেলের আধিকারিক ৷
স্নাতক কুলদীপ সিং 2017 সালের 14 নভেম্বর থেকে জেলবন্দি ৷ একটি খুনের মামলায় সে আজীবন সাজাপ্রাপ্ত ৷ জেলের সুপারিনটেনডেন্ট ভীমসেন মুকুন্দ কুলদীপকে আরেক কয়েদিকে সাহায্য় করার কাজে নিয়োগ করেছিলেন ৷ কুলদীপ কয়েদিকে আদালতের আবেদনপত্র লিখে দিত ৷ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি খুব মন দিয়ে কাজটি করত ৷ কুলদীপের অধ্যবসায় নজরে পড়ে জেল কর্তৃপক্ষের ৷
2022 সালের 19 মে জেলের ভিতর 'লিগ্যাল এইড ক্লিনিক'-এর প্রতিষ্ঠা করেন আচল প্রতাপ সিং ৷ তিনি সেসময় জেলার লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব ছিলেন ৷ প্রতাপ সিং, কুলদীপকে স্বেচ্ছাসেবী আইনি সহায়ক হিসেবে নিয়োগ করেন ৷ দিনের পর দিন কুলদীপের পরিশ্রমে সন্তুষ্ট হয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি-র তরফে সংস্থার সচিব সঞ্জয় কুমার কুলদীপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1.04 টাকা পাঠিয়ে দেন ৷