নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷
1950 সালে 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছে ।
সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি মুর্মু লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা । আপনার ব্যক্তিত্ব এবং কাজের শক্তি দিয়ে আপনি দেশকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং দেশের সমৃদ্ধি ও মর্যাদা বৃদ্ধি করেছেন ৷ আপনার উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আপনি দীর্ঘজীবী হন এবং সর্বদা সুস্থ ও সুখী থাকুন ৷"
নরেন্দ্র মোদি চলতি বছরের 9 জুন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন । তারপরে এটা তাঁর প্রথম জন্মদিন ৷ আজকের দিনে মোদিকে শুভেচ্ছা জানিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে আপনি ভারতের সাংস্কৃতিক মূল্যবোধকে উদ্দীপিত করেছেন, এর সভ্যতাগত নীতিকে লালন করেছেন এবং দৃঢ়ভাবে এটিকে 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । নতুন অন্তর্দৃষ্টি এবং দৃঢ় ইচ্ছার সঙ্গে আপনি আগামী বহু বছর ধরে ভারতকে নেতৃত্ব দিতে থাকুন ! আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে শক্তি দিন এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন ।"