সিমলা, 21 মার্চ: প্রি-ওয়েডিং শুট এখন অপরিহার্য হয়ে উঠছে ৷ বিবাহিত জীবনে প্রবেশের আগে এখন প্রায় সব যুগলই প্রি-ওয়েডিং শুট করান ৷ প্রত্যেকেই চান তাঁদের প্রি-ওয়েডিং শুট যেন বাকিদের থেকে আলাদা হয় ৷ সেই কারণে প্রত্যেকেই নিজেদের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব আনার চেষ্টা করেন ৷ সেই কারণে অনেক যুগল জঙ্গলে, অনেকে সমুদ্রের নিচে, কেউ কেউ উঁচু পাহাড়ে, এমনকী কেউ কেউ কাদায় ভিডিয়ো-ফটো শুট করে থাকেন ।
কিন্তু আর্যা ভোরা যা করেছেন, তা বোধহয় এখনও পর্যন্ত কেউ করেননি ৷ এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন জায়গায় গিয়ে প্রি-ওয়েডিং শুট করেছেন, যেখানে তাপমাত্রা ছিল শূন্যের নিচে ৷ এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে তিনি অসুস্থ হয়েও পড়েন ৷ পরে তিনি সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্টও করেন ।
আর্যা ভোরার স্বপ্ন ছিল বরফের মধ্যে প্রি-ওয়েডিং শুট করবেন । সেই কারণে তিনি গত সপ্তাহে হিমাচল প্রদেশে যান ৷ সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷ সেখানে তাঁর পরিকল্পনা ছিল তিনি বরফের মধ্যে দিয়ে হবু স্বামীর সঙ্গে হাঁটবেন ৷
এই ভিডিয়ো শুট করার জন্য শীতের কোনও পোশাক পরেননি আর্যা ৷ এর জেরে তাঁর হাইপোথার্মিয়া হয়ে যায় ৷ তিনি বলেন, "শুট করার পরে আমার মনে হয়েছিল কেউ আমার উপর অ্যাসিড ঢেলে দিচ্ছে । আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না । সৌভাগ্যবশত, রন (আমার হবু স্বামী) এবং আমার বন্ধুরা আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন ।"