পটনা, 28 জুলাই:আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামছেন প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই জনপ্রিয় ৷ নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর রবিবার জানিয়েছেন, তাঁর 'জন সুরজ' প্রচার এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আগামী 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর দিনই তাঁর রাজনৈতিক দলের প্রকাশ হবে ৷ দীর্ঘ সময় তিনি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজনৈতিক দলের হয়ে ভোট কুশলীর কাজ করেছেন ৷
একই সঙ্গে পিকে জানিয়েছেন, আগামী বছরে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল ৷ এদিন প্রশান্ত কিশোর 'জন সুরজ'-এর একটি রাজ্য-স্তরের কর্মশালায় বক্তব্য রাখছিলেন ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের নাতনি-সহ বেশ কয়েকজন ব্যক্তি এই প্রচারে যোগও দিয়েছিলেন। সেখানেই প্রশান্ত কিশোর বলেন, "আগেই আমরা জানিয়েছি, জন সুরজ 2 অক্টোবর একটি রাজনৈতিক দলে পরিণত হবে ৷ পরের বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে। অন্যান্য যাবতীয় বিষয়ের বিবরণ, দলীয় নেতৃত্ব যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"