বেঙ্গালুরু, 29 এপ্রিল: কয়েকশো মহিলার যৌন নির্যাতনে অভিযুক্ত হাসানের সাংসদ প্রজওয়াল রেভান্নাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার কর্ণাটকে বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ।
প্রিয়াঙ্কা এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে বলেন, "যে নেতার কাঁধে প্রধানমন্ত্রী হাত রাখেন এবং নিজের ছবি তোলেন, যে নেতার জন্য প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনের 10 দিন আগে প্রচারে যান, তিনি মঞ্চে তাঁর প্রশংসা করেন, আজ কর্ণাটকের সেই নেতা দেশ থেকে পলাতক । তাঁর জঘন্য অপরাধের কথা শুনেই আমার মন কেঁপে ওঠে ৷ তিনি শত শত নারীর জীবন নষ্ট করে দিয়েছেন...৷"
কংগ্রেস কর্মীদের বিক্ষোভ
জেডি (এস) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার 33 বছর বয়সি নাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ হুবলি, হাসান এবং বেঙ্গালুরু-সহ অন্যান্য জাগায় বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন মহিলা-সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ৷ বেঙ্গালুরুতে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির অফিসের বাইরে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বার নেতৃত্বে বিক্ষোভ হয় । লাম্বা বলেন, শত শত নারীর বিরুদ্ধে যৌন হিংসার ভয়াবহ ঘটনা জাতিকে হতবাক করেছে ।
তাঁর কথায়, "গত কয়েক বছরে সাংসদ প্রজওয়াল রেভান্নার দ্বারা শত শত নারীর যৌন হয়রানি, লঙ্ঘন এবং এমনকি নির্মমতার শিকার হওয়া 3,000-এরও বেশি ভিডিও কন্নড়-সহ সমগ্র ভারতীয়ের বিবেককে একইভাবে নাড়া দিয়েছে ৷"
মামলার তদন্ত করছে এসআইটি
রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের বেশ কয়েকটি ভিডিয়ো ক্লিপ জনসমক্ষে আসার পর, কর্ণাটকের কংগ্রেস সরকার রবিবার হাসানের সাংসদ তথা লোকসভা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ৷ সম্প্রতি হাসানে প্রজওয়ালকে নিয়ে জড়িত ওই ভিডিয়ো ক্লিপগুলি ঘুরছে সোশাল মিডিয়ায় ৷
আইপিএস আধিকারিকদের তিন সদস্যের এসআইটির নেতৃত্বে আছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (সিআইডি) বিজয় কুমার সিং, অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ মহাপরিদর্শক সুমন ডি পেনেকার এবং মাইসুরুর পুলিশ সুপার সীমা লাটকার । এসআইটিকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ।