নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর:দিল্লিবাসীর জন্য সুখবর ৷ অক্টোবরের মধ্যেই রাজধানী শহরের রাস্তাগুলিতে বড়সড় মেকওভার হতে চলেছে ৷ সোমবার একথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ তিনি বলেন যে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকার ভাঙা ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সারিয়ে দীপাবলির মধ্যে শহরকে গর্তমুক্ত করবে ।
দিল্লির সচিবালয়ে মন্ত্রী ও পিডব্লিউডি আধিকারিকদের নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠকের পরদিনই অতীশির নেতৃত্বে সোমবার শহরজুড়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন দিল্লির মন্ত্রীরা । এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি দেখেছেন এনএসআইসি ওখলা, মোদি মিল ফ্লাইওভার, চিরাগ দিল্লি, তুঘলাকাবাদ, মথুরা রোড, আশ্রম চক এবং এর আন্ডারপাসের রাস্তাগুলির জরাজীর্ণ অবস্থা । তিনি বলেন, এসব সড়কে গর্তের কারণে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে ।
রবিবার মন্ত্রীদের বিধায়ক ও বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে দিল্লিতে 1400 কিলোমিটার পিডব্লিউডি-র রাস্তা পরিদর্শন করতে বলেছিলেন অতিশী ৷ পাশাপাশি যেখানে প্রয়োজন, সেখানে রাস্তাগুলি পুনর্নির্মাণ ও প্যাচিং-ও শুরু করতে বলেছিলেন তিনি ।
একটি সাংবাদিক সম্মেলনে অতিশী বলেন যে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি বিভিন্ন জায়গায় দিল্লির রাস্তা পরিদর্শন করেছেন এবং রাস্তা মেরামতের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন । এর পরই দিল্লি সচিবালয়ে সমস্ত মন্ত্রী এবং পিডব্লিউডি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন অতিশী ৷
মন্ত্রীদের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে