মুম্বই, 13 অক্টোবর: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদরারা ৷ শনিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বাবা সিদ্দিকী ৷ রবিবার পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ার যে পোস্টে এই মৃত্যুর দায়ভার স্বীকার করা হয়েছে, তা সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কি না, সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে ৷
এদিকে এদিন দুপুরে এই খুনের ঘটনায় দুই অভিযুক্ত গুরমাইল সিং এবং ধরমরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ তাঁদের স্থানীয় এসপ্ল্যানেড কোর্টে পেশ করা হয় ৷ গতকাল দেশজুড়ে দশেরা পালিত হচ্ছিল ৷ এদিন রাতে মহারাষ্ট্রের বান্দ্রার খায়ের নগরে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকী তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ তখন তিন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকী ৷ তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় সংক্রান্ত একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এই খুনের দায়ভার স্বীকার করে নিয়েছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টটি দেখেছি ৷ এটা আদৌ সত্যি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"