নয়াদিল্লি, 30 জুন: বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তারপরেই 'মন কি বাতে' প্যারিস অলিম্পিকের কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ তিনি দেশবাসীর উদ্দেশে আর্জি জানান, আসন্ন প্যারিস অলিম্পিকে ভারত বেশ কয়েকটি গেমসে অংশগ্রহণ করছে ৷ তাদের সমর্থন করুন ৷
26 জুলাই-11 অগস্ট অনুষ্ঠিত হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ 100 জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ বিশ্বের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন ৷ তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভারত সর্বকালের সেরা 7টি পদক জিতেছিল ৷ জ্যাভলিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া ৷ দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন নীরজ । এই বিষয়ে মোদি বলেন, "টোকিওতে আমাদের ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছে । টোকিও অলিম্পিকের পর থেকে, আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সমস্ত কিছু দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ।"