দ্বারভাঙা, 4 মে: নির্বাচনী প্রচারে গোধরা কাণ্ডের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিহারের দ্বারভাঙায় একটি নির্বাচনী সভার মঞ্চ থেকে এই নিয়ে তিনি তোপ দাগলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ৷ তবে তিনি লালুর নাম মুখে আনেননি ৷ এমনকী উল্লেখ করেননি লালু-পুত্র তেজস্বী যাদবের নামও ৷ বরং কটাক্ষ করে লালুকে শাহজাদার বাবা বলে উল্লেখ করেছেন ৷
তাঁর দাবি, গোধরা কাণ্ডের সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব ৷ তিনি গোধরাকাণ্ডের দোষীদের আড়াল করতে চেয়েছিলেন ৷ পুরো ঘটনার দোষ কর সেবকদের ঘাড়ে চাপাতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁর উদ্দেশ্য সফল হয়নি এবং গোধরার অপরাধীদেরও আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল । এটাই বিরোধীদের ইতিহাস বলে কটাক্ষ করেছেন তিনি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদব গোধরা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের বিচারপতির একটি কমিটি গঠন করেছিলেন । সেই কমিটিকে এমন একটি রিপোর্ট লিখতে দিয়েছিলেন, যাতে অভিযুক্তদের খালাস করে দেওয়া হয় । কিন্তু আদালত তার রিপোর্ট আবর্জনায় ফেলে দেয় ।