পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির - PM Narendra Modi

PM Narendra Modi: শনিবার বিহারের দ্বারভাঙায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি গোধরা কাণ্ডের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর অভিযোগ, গোধরার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 8:40 PM IST

দ্বারভাঙা, 4 মে: নির্বাচনী প্রচারে গোধরা কাণ্ডের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিহারের দ্বারভাঙায় একটি নির্বাচনী সভার মঞ্চ থেকে এই নিয়ে তিনি তোপ দাগলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ৷ তবে তিনি লালুর নাম মুখে আনেননি ৷ এমনকী উল্লেখ করেননি লালু-পুত্র তেজস্বী যাদবের নামও ৷ বরং কটাক্ষ করে লালুকে শাহজাদার বাবা বলে উল্লেখ করেছেন ৷

তাঁর দাবি, গোধরা কাণ্ডের সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব ৷ তিনি গোধরাকাণ্ডের দোষীদের আড়াল করতে চেয়েছিলেন ৷ পুরো ঘটনার দোষ কর সেবকদের ঘাড়ে চাপাতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁর উদ্দেশ্য সফল হয়নি এবং গোধরার অপরাধীদেরও আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল । এটাই বিরোধীদের ইতিহাস বলে কটাক্ষ করেছেন তিনি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদব গোধরা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের বিচারপতির একটি কমিটি গঠন করেছিলেন । সেই কমিটিকে এমন একটি রিপোর্ট লিখতে দিয়েছিলেন, যাতে অভিযুক্তদের খালাস করে দেওয়া হয় । কিন্তু আদালত তার রিপোর্ট আবর্জনায় ফেলে দেয় ।

তাঁর আরও দাবি, বিরোধীরা সবসময় সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে । দেশের মানুষ সব দেখছে । বিরোধীরা সবসময় তোষণের রাজনীতি করে ৷ সেনাবাহিনীতে ধর্মের ভেদাভেদ করার চেষ্টা করে ৷ কিন্তু সেনার হয়ে যাঁরা লড়াই করেন, শহিদ হন সকলেই ভারত মায়ের সন্তান ৷ তাঁর আরও অভিযোগ বিরোধীরা ধর্মের ভিত্তিতে দেশ ভাঙতে চায় ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন ৷ আজ এই রাজ্যে, তো কাল অন্য রাজ্যে যাচ্ছেন ৷ শুক্রবার যেমন তিনি পশ্চিমবঙ্গে তিনটি নির্বাচনী জনসভা করেন ৷ সেখানে তিনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করেছেন ৷ আবার বিহারে গিয়ে তিনি নিশানা করেছেন আরজেডি-কে ৷

আরও পড়ুন:

  1. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  2. ‘মহব্বত কি দুকান’-এ এখন ভুয়ো ভিডিয়ো বিক্রি হচ্ছে, মোদির নিশানায় কংগ্রেস
  3. কংগ্রেস ক্ষমতায় এলে জনগণের সম্পদ লুঠ করবে, অভিযোগ মোদির

ABOUT THE AUTHOR

...view details