পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুধের সকালে মহাকুম্ভে মোদি, দিল্লি ভোটের দিন সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর - MAHA KUMBH 2025

পদপিষ্টের ঘটনার পর মহাকুম্ভে নরেন্দ্র মোদি ৷ বুধের সকালে সঙ্গম নাকে ডুব দেবেন তিনি ৷ প্রধানমন্ত্রীর সফর ঘিরে মেলা প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ৷

Narendra Modi at Prayagraj Maha Kumbh
বুধবার মহাকুম্ভে পুণ্যস্নানে মোদি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 6:42 PM IST

প্রয়াগরাজ, 4 ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মহাকুম্ভে পুণ্যস্নান করবেন তিনি ৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মেলা চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ ভুটানের রাজা মঙ্গলবার পুণ্যস্নানে আসার জন্য মুখ্যমন্ত্রী যোগীও প্রয়াগরাজেই রয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার তিনি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷

প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ কর্মসূচি:

  • বুধবার সকাল 10টা নাগাদ বিশেষ বিমানে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে হেলিকপ্টারে নৈনির দিল্লি পাবলিক স্কুল মাঠে অবতরণ করবেন ৷ এরপর 10টা 45 মিনিটে আড়িয়াল ঘাটে যাবেন ৷ সেখান থেকে নৌকা করে সঙ্গম নাকে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷
  • কুম্ভমেলা চত্বরে বেলা 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত সময় সংরক্ষিত করা হয়েছে ৷ স্নানের পর কিছু বিশিষ্ট সাধু-ঋষিদের সঙ্গেও দেখা করতে পারেন মোদি ৷ এরপর দুপুর সাড়ে 12টা নাগাদ একই পথে নয়াদিল্লি ফিরে আসার কথা রয়েছে তাঁর ৷ সময়সূচি অনুযায়ী, মহাকুম্ভে আড়াই ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী ৷ তবে এবার প্রয়াগরাজ সফরে তিনি সম্প্রীতির বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর ৷

এর আগে 13 ডিসেম্বর, 2024 সালে প্রয়াগরাজে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ 2019 সালে প্রয়াগরাজে কুম্ভমেলায় এসে তিনি সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়েছিলেন ৷ কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন তাঁরা একটা বড় ভূমিকা পালন করছে মেলা চত্বর পরিষ্কার করে ৷ যদিও মহাকুম্ভে মৌনী অমাবস্যার দিন পদপিষ্ট হওয়ার ঘটনায় বহু মানুষের মৃত্যুর পর আশঙ্কা করা হচ্ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কর্মসূচি বাতিল করতে পারেন। তবে তা হচ্ছে না, তিনি যে বুধে মহাকুম্ভে পুণ্যডুব দিচ্ছেন তা নিশ্চিত ৷

ABOUT THE AUTHOR

...view details