নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ৷ দুই রাজ্যে এখনও পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বাতিল করা হয়েছে বহু ট্রেন ৷ পরিস্থিতি জানতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীর্ঘ কথোপকথনে কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে তেলেঙ্গানা সরকার ৷ সেখানে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে রাজ্য়ের যে বিস্তর ক্ষতি হয়েছে, সে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে রাজ্য সরকার কর্তৃক গৃহীত সমস্ত ত্রাণ ব্যবস্থা নিয়েও কথা বলেন দুই নেতা ৷ প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য খুব শীঘ্রই হেলিকপ্টার মোতায়েন করা হবে ৷ এছাড়াও, কেন্দ্রের তরফে রাজ্যবাসীর মদতে সমস্তরকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ৷
হু হু করে বাড়ছে বিভিন্ন নদীর জল ৷ সঙ্গে দোসর অবিরাম বৃষ্টি ৷ প্রবল বৃষ্টি ও বন্যায় কার্যত নাজেহাল দক্ষিণের এই দুই রাজ্যের মানুষের জনজীবন ৷ ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর 12টি দল ৷ তবে পরিস্থিতি বেগতিক বুঝে আরও 14টি দল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই 14টি দলের মধ্যে 8টি দলকে দেশের বিভিন্ন স্থান থেকে এয়ারলিফট করে নিয়ে আসা হচ্ছে ৷
উল্লেখ্য, দু'দিন ধরে হওয়া প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত দু'রাজ্যের অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ রীতিমতো জলের তলায় চলে গিয়েছে দুই রাজ্যের বেশ কয়েকটি এলাকা ৷ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ নেই সড়ক পথে যোগাযোগের সুযোগও ৷ বিপর্যস্ত হয়ে পড়েছে রেল চলাচলও ৷ দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে নেটওয়ার্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, একনাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন একাধিক রেললাইন ৷ সেকারণে 99টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেই সঙ্গে 54টি ট্রেনের গতিপথে পরিবর্তন আনা হয়েছে ৷
অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি রাজ্যের সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকের পর, সোমবার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নির্দেশ দেন তিনি । সেই সঙ্গে, বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য কালেক্টর, এসপি, রাজস্ব, সেচ এবং মিউনিসিপ্যাল কর্মকর্তাদের নির্দেশও দেন মুখ্য়মন্ত্রী ৷