নয়াদিল্লি, 13 জুন: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস প্রতিরোধে আধিকারিকদের পূর্ণ শক্তি ব্যবহারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা-সহ গত কয়েকদিনের নাশকতামূলক ঘটনার পর আজ ভূস্বর্গের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি ৷ তাঁর সভাপতিত্বে এই নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য আধিকারিকরা ৷ এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি শাহের সঙ্গে নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলোচনা করেছেন ৷ সরকারি একটি সূত্র এ কথা জানিয়েছে ।
সূত্র জানিয়েছে, মোদি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা জানতে চান । এলজি প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রশাসনের উদ্যোগের বিষয়ে জানিয়েছেন ৷ এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে এই অঞ্চলের নিরাপত্তা-সম্পর্কিত পরিস্থিতির সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে ৷ সন্ত্রাস দমনে নেওয়া যাবতীয় ব্যবস্থা সম্পর্কেও জানানো হয় ৷
- সরকারি সূত্রের কথায়, "প্রধানমন্ত্রী আমাদের সন্ত্রাসবিরোধী ক্ষমতার সম্পূর্ণ শক্তি মোতায়েন করতে বলেছেন ৷"