পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আপই আপদ! চৃড়ান্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দিল্লিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে; কটাক্ষ মোদির - AAP AAPDA FOR DELHI

দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ তার আগে শুক্রবার কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী মোদি

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি: এএনআই)

By PTI

Published : Jan 3, 2025, 4:16 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: আম আদমি পার্টি-কে দিল্লির আপদ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার রাজধানীতে একগুচ্ছ পরিকাঠামো প্রজেক্টের সূচনা করেন তিনি ৷ এরপর অশোক বিহারে সভায় বক্তৃতা করার সময় তিনি আপকে কড়া আক্রমণ করেন ৷

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "গত 10 বছর ধরে দিল্লি একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ আন্না হাজারেজির নাম করে কয়েকজন চৃড়ান্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দিল্লিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে ৷ সবকিছু নিয়ে দুর্নীতি চক্র চলছে ৷ আপ-এর এই লোকগুলি একসময় দিল্লির উন্নয়নের কথা বলত ৷ এখন শহরের বিপদের কারণ হয়ে উঠেছে ৷ তারা খোলাখুলি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে ৷ আপ 'বিপদ' হয়ে দিল্লিতে নেমে এসেছে ৷ আর তাই দিল্লির মানুষ এই বিপর্যয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷"

আপ-কে আক্রমণ করে তিনি জানান, কেন্দ্রীয় সরকার দিল্লির উন্নয়নের জন্য কত চেষ্টা করে যাচ্ছে ৷ কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার শুধু মিথ্যায় উপর দাঁড়িয়ে রয়েছে ৷ স্কুলে শিক্ষা থেকে আরম্ভ করে দূষণ নিয়ন্ত্রণ এবং মদের ব্যবসা- সর্বত্র দুর্নীতি করছে আপ ৷ দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা এই বিপদকে সহ্য করব না ৷ বদলাবই ৷ এ বছরের নির্বাচনে দেশ গড়ার এক নয়া রাজনীতি এবং মানুষের উন্নয়নের সূচনা হবে ৷ বিপদকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসতে হবে ৷"

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গ ও দিল্লিতে কার্যকর করতে দেয়নি সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার ৷ এই প্রসঙ্গে তিনি আগেও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাঁর শত চেষ্টা সত্ত্বেও তিনি রাজধানীতে বসবাসকারী মানুষদের পুরোপুরি সাহায্য় করতে পারছেন না ৷ দিল্লিতে হাইওয়ে তৈরি, দুঃস্থদের জন্য বাড়িঘর তৈরি করতে পেরেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) ৷ তার কারণ এই ক্ষেত্রগুলিতে দিল্লি সরকার নাক গলাতে পারেনি ৷

আপ-এর জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে তিনি বলেন, "দেশ ভালে করে জানে, গত 10 বছরে মোদি কখনও নিজের জন্য একটা বাড়িও তৈরি করেনি ৷ কিন্তু গরিবদের জন্য 4 কোটিরও বেশি বাড়ি তৈরি হয়েছে ৷ তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে ৷ আমি নিজের জন্য একটা কাচের মহল (শিশমহল) বানাতেই পারতাম ৷ কিন্তু আমার একমাত্র স্বপ্ন, দেশবাসী থাকার জন্য ঠিকঠাক ঘর পাক ৷ এরা (আপের নেতা-সমর্থকরা) দুর্নীতি করে তারপর সেটাকে গৌরবের কাজ বলে রটিয়ে বেড়ায় ৷"

ABOUT THE AUTHOR

...view details