পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমবার চতুর্থ দফার ভোট, কনৌজ থেকে হায়দরবাদের লড়াই ঘিরে তুঙ্গে উৎসাহ - Lok Sabha Election 2024

Phase 4 Lok Sabha Election 2024: 13 মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ ভোট হবে দেশের 96টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সবকটি আসনে ভোট ৷ পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে হবে ভোটগ্রহণ। ভোট হবে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে।

Lok Sabha Election 2024
চতুর্থ দফার ভোটের প্রার্থীরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:21 PM IST

কলকাতা, 12 মে: দেশে চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ৷ এ বছর সাত দফায় হচ্ছে লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে শেষ হয়েছে তিন দফার ভোট ৷ সোমবার পশ্চিমবঙ্গ-সহ 9টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে চতুর্থ দফায় ভোট অনুষ্ঠিত হবে ৷ 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে 13 মে । অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সবকটি আসনেই এই দফায় ভোট হতে চলেছে । ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন 1717 জন প্রার্থী ৷

কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী (বহরমপুর)

বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ এবারও হাত শিবির বহরমপুর লোকসভা কেন্দ্র থেকেই টিকিট দিয়েছে তাঁকে ৷ এবারে ভোটের ময়দানে অধীরের লড়াই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মলচন্দ্র সাহার সঙ্গে ।

বহরমপুর আসনটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত ৷ সবকটি মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে । বহরমপুর 1999 সাল থেকে অধীর চৌধুরীর শক্তি ঘাঁটি ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল 3 লক্ষ 56 হাজার 277। রাজ্যের অন্য কোনও কেন্দ্র থেকে এত ভোটে আর কোনও প্রার্থী জিততে পারেননি। 2019 সালে ব্যবধান কমে হয় 79 হাজার 694 ৷ এবারে লোকসভা নির্বাচনে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷ রাজ্যে কংগ্রেস-তৃণমূল আসন ভাগাভাগি হয়নি ৷ এর পিছনে অধীরই এককভাবে দায়ী বলে অভিযোগ করেছিলেন শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাই এখন সব চোখ এই কেন্দ্রের ভোটের দিকে ৷

তৃণমূল প্রার্থী নেতা মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)

সাতটি বিধানসভা নিয়ে গঠিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ৷ 2009 সাল থেকেই কৃষ্ণনগর তৃণমূলের শক্ত ঘাঁটি । 2019 সালে তৃণমূলের মহুয়া মৈত্র 6 লক্ষ 14 হাজার 872 ভোট পেয়ে এই আসনে জয়লাভ করেছিলেন ৷ অন্যদিকে গত লোকসভা ভোটে বিজেপির কল্যাণ চৌবেবে পেয়েছিলেন 5 লক্ষ 51 হাজার 654 ভোট এবং সিপিএমের ডাঃ শান্তনু ঝা এক লক্ষ 20 হাজার 222 ভোট পেয়েছিলেন । এই আসন থেকে 2009 এবং 2014 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস পাল জিতেছিলেন । এবার মহুয়া মৈত্রের প্রতিপক্ষ বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় । এই আসনে দুই মহিলা প্রার্থীর লড়াই আকর্ষণীয় হবে ৷

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (বর্ধমান-দুর্গাপুর)

বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এবারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি । 2016 সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন । 2019 সালে মেদিনীপুর আসন থেকে জিতে সাংসদ হন । প্রথমবার মেদিনীপুরের আসন থেকে জিতে সাংসদ হলেও দ্বিতীয়বার সেই আসন থেকে আর টিকিট মেলেনি ।

ভূ-রাজনৈতিক দিক দিয়ে বৈচিত্রপূর্ণ বর্ধমান-দুর্গাপুর আসন ৷ 2009 সালে পুনর্বিন্যাসের ফলে অবিভক্ত বর্ধমান জেলায় এই লোকসভা কেন্দ্রটি তৈরি হয় ৷ ফলে এর মধ্যে পূর্ব বর্ধমানের পাঁচটি বিধানসভা রয়েছে ৷ অন্য়দিকে পশ্চিম বর্ধমানের দু'টি বিধানসভা রয়েছে ৷ আগামী 13 মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভোট ৷ তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ৷ অন্যদিকে সিপিএমের হয়ে লড়ছেন বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সুকৃতি ঘোষাল ৷

সমাজবাদী পার্টির প্রার্থী অখিলেশ যাদব (কনৌজ)

তিনটি জেলার পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত উত্তরপ্রদেশের কনৌজ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । ভারতের সুগন্ধি উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে পরিচিত কনৌজ ৷ এখানে এ বছরের ভোট যুদ্ধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ অখিলেশ যাদব শেষ মুহুর্তে ময়দানে নেমেছেন ৷ আগে এই আসনে দাঁড়িয়েছিলেন তাঁর ভাগ্নে তেজ প্রতাপ যাদব ৷ তাঁকে সরিয়ে এখানে প্রার্থী হয়েছেন অখিলেশ ৷

আসনটি 1998 সাল থেকে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি । তবে 2019 সালে সমাজবাদী পার্টির হাত থেকে এই আসন কেড়ে নেয় বিজেপি ৷ বিজেপি প্রার্থী সুব্রত পাঠক অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকে প্রায় 12 হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন । এর আগে 2014 সালের নির্বাচনে ডিম্পল কনৌজ আসন থেকে 4 লক্ষ 89 হাজার 164 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ৷

এআইএমআইএম প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি (হায়দরাবাদ)

হায়দরাবাদ এআইএমআইএমের শক্ত ঘাঁটি ৷ 2004 সাল থেকে এই আসনে নিজের দখলে রেখেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ৷ এর আগে তাঁর বাবা সুলতান সালাহউদ্দিন ওয়াইসি 1984 সাল থেকে এই আসনে জয়লাভ করে আসছিলেন । এবার আসাদুদ্দিন ওয়াইসির প্রতিপক্ষ বিজেপির কমপেল্লা মাধবীলতা ৷ হায়দরাবাদ লোকসভা আসন বাহাদুরপুরা, চন্দ্রায়ণগুট্টা, ইয়াকুতপুরা, মালাকপেট, গোশামহল, চারমিনার এবং কারওয়ান বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত । গোশামহলের বিধায়ক বিজেপির টি রাজা সিং। বাকি আসনগুলি এআইএমআইএম'র হাতে রয়েছে ।

কংগ্রেস প্রার্থী ওয়াইএস শর্মিলা (কাদাপা)

ওয়াইএস পরিবারের শক্তিশালী ঘাঁটি অন্ধ্রপ্রদেশের কাদাপা লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রে পরিবারের দুই সদস্যদের মধ্যে ভোটের লড়াই ৷ কংগ্রেস প্রার্থী করেছে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলা রেড্ডিকে ৷ তিনি বর্তমানে অন্ধ্র কংগ্রেসের প্রধানও ৷ তিনি প্রতিদন্দ্বন্দ্বিতা করছেন তাঁর কাকাতুতো ভাই ওয়াইএস অবিনাশ রেড্ডির সঙ্গে ৷ যিনি ওয়াইএসআরসিপি'র বিদায়ী সাংসদ । চ

তুর্থ দফার নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা (আসানসোল), কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বেগুসরাই), এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা (খুন্তি) ৷

চতুর্থ দফায় ভোটের লোকসভা কেন্দ্রগুলির সম্পূর্ণ তালিকা

  • পশ্চিমবঙ্গ: 42 আসনের মধ্যে আটটি আসনে ভোট সোমবার ৷ সেগুলি হল -বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম ৷
  • অন্ধ্রপ্রদেশ: 25টি লোকসভা আসনের মধ্যে 25টিতে ভোট ৷ আসনগুলি হল - আরাকু, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরাম, বিশাখাপত্তনম, আনাকাপাল্লে, কাকিনাদা, অমলাপুরম, রাজামুন্দ্রি, নরসাপুরম, ইলুরু, মাছিলিপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নরসারাওপেট, বাপটলা, ওংগোল, হিন্দুয়ানা, কাপুর, আনগোল, হিন্দুপুরা , নেলোর, তিরুপতি, রাজমেত এবং চিত্তুর ।
  • বিহার: 40টি আসনের মধ্যে পাঁচটিতে ভোট ৷ আসনগুলি হল - দারভাঙ্গা, উজিয়ারপুর, সমষ্টিপুর, বেগুসরাই এবং মুঙ্গের ৷
  • ঝাড়খণ্ড: 14টি আসনের মধ্যে চারটিতে ভোট ৷ আসনগুলি হল - সিংভূম, খুন্তি, লোহারদাগা এবং পালামু ৷
  • মধ্যপ্রদেশ: 29টি আসনের মধ্যে আটটিতে ভোট ৷ আসনগুলি হল - দেওয়াস, উজ্জাইন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন এবং খান্ডওয়া ৷
  • মহারাষ্ট্র: 48টি আসনের মধ্যে 11টিতে ভোট ৷ আসনগুলি হল - নান্দুরবার, জলগাঁও, রাভার, জালনা, ঔরঙ্গাবাদ, মাভাল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি এবং বিড ৷
  • ওড়িশা: 21টি আসনের মধ্যে চারটিতে ভোট ৷ আসনগুলি হল - নবরংপুর, বেরহামপুর, কোরাপুট, কালাহান্ডি ৷
  • তেলেঙ্গানা: 17টি আসনের মধ্যে 17টিতে ভোট ৷ আসনগুলি হল - আদিলাবাদ, পেদ্দাপাল্লে, করিমনগর, নিজামবাদ, জাহিরাবাদ, মেদক, মালকাজগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, চেভেল্লা, মাহবুবনগর, নাগারকুরনুল, নালগোন্ডা, ভঙ্গির, ওয়ারাঙ্গাল, মাহবুদাবাদ, খাম্মাম ৷
  • উত্তরপ্রদেশ: 80 আসনের মধ্যে 13টিতে ভোট ৷ আসনগুলি হল - শাহজাহানপুর, খেরি, ধৌরাহরা, সীতাপুর, হারদোই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর, বাহরাইচ ৷
  • জম্মু ও কাশ্মীর: পাঁচটি আসনের মধ্যে একটিতে ভোট ৷ সেটি হল- শ্রীনগর ৷

আরও পড়ুন:

  1. ফের পদ্মে শিল্পতালুক, নাকি দুর্গাপুরের পিচে এবার নতুন কীর্তি ?
  2. অধীর বনাম বাকি সবাই- বহরমপুরের লড়াইয়ে অন্যরা কার্যত উহ্য
  3. কৃষ্ণনগরে হাইভোল্টেজ লড়াই, মহুয়া কি পারবেন কুর্সি ধরে রাখতে ?

ABOUT THE AUTHOR

...view details