নয়াদিল্লি, 31 জানুয়ারি: আজ, শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল ৷ অধিবেশন শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ সভায় তাঁর ভাষণে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ৷ এর মধ্যে 'ডিজিটাল ইন্ডিয়া'র ভাবনা থেকে সাইবার নিরাপত্তা, দেশের রেল থেকে মেট্রো যোগাযোগের মতো নানা উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরেন৷ তাঁর ভাষণে জায়গা পেয়েছে দেশের ক্যানসার চিকিৎসার ভবিষ্যৎ থেকে স্বনির্ভর কৃষি ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য কেন্দ্রীয় উদ্যোগগুলি ৷
শুল্কমুক্ত ক্যানসারের ওষুধ:
রাষ্ট্রপতি মুর্মু বলেন, "দেশের নাগরিকদের আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য 1 লক্ষ 75 হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করা হয়েছে। দেশে ক্রমবর্ধমান ক্যানসার আক্রান্তের সংখ্যা এবং চিকিৎসার ব্যয়ের পরিপ্রেক্ষিতে ক্যানসারের ওষুধ শুল্কমুক্ত করা হয়েছে।
স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা:
রাষ্ট্রপতি বলেন, "আমাদের লক্ষ্য দেশে একটি আধুনিক ও স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা। সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে এবং তাদের আয় বাড়াতে নিষ্ঠার সঙ্গে কাজ করছে।"