পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সন্তানের রিপোর্ট কার্ড অভিভাবকের ভিজিটিং কার্ড নয়: পরীক্ষা পে চর্চায় মোদি

PM at Pariksha Pe Charcha: সন্তানের রিপোর্ট কার্ডকে অভিভাবকের ভিজিটিং কার্ড মনে করা উচিত নয় ৷ সোমবার পরীক্ষা পে চর্চায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

By PTI

Published : Jan 29, 2024, 2:56 PM IST

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 29 জানুয়ারি: শিক্ষার্থীদের পড়াশোনার চাপ মোকাবিলায় অভিভাবক ও শিক্ষকদের সাহায্য প্রয়োজন ৷ পরীক্ষা পে চর্চায় সোমবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলা করার জন্য তাঁদের পাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভাবে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

বার্ষিক পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে এ দিন ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর পরামর্শ, সন্তানের রিপোর্ট কার্ডকে যেন অভিভাবকরা নিজেদের ভিজিটিং কার্ড হিসেবে বিবেচনা না করেন ৷ প্রধানমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের অন্যদের সঙ্গে নয়, নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত ।

মোদির কথায়, "আমাদের বাচ্চাদের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করা এবং তাদের চাপ মোকাবিলায় সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ চাপ কেটে গিয়েছে বলে আমরা সুইচ অফ করতে পারি না । একজনকে অবশ্যই যে কোনও ধরনের চাপ সহ্য করতে সক্ষম হতে হবে । তাঁদের বিশ্বাস করা উচিত যে চাপ তৈরি হতে থাকে এবং সবাইকে এ জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ৷"

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সবসময় এমন বন্ধু তৈরি করার পরামর্শ দিয়েছেন, যাঁরা আরও বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী । শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আউটরিচ প্রোগ্রামের সপ্তম পর্বে তিনি বলেন, "তোমরা অবশ্যই এই ধরনের বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হবে । কখনও পড়াশোনা এবং পরীক্ষার চাপকে নিজের উপর চেপে বসতে দেবে না ৷"

প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জগুলি অনুপ্রেরণা হিসাবে কাজ করে তবে প্রতিযোগিতা অবশ্যই স্বাস্থ্যকর হওয়া উচিত বলে মত মোদির । তাঁর কথায়, "অনেক অভিভাবক তাঁদের সন্তানদের কাছে অন্য শিশুদের উদাহরণ দিয়ে থাকেন । অভিভাবকদের এই কাজগুলি করা থেকে বিরত থাকা উচিত ৷ আমরা এটাও দেখেছি যে বাবা-মা নিজেরা খুব বেশি সফল হতে পারেননি, অথচ সবাইকে সাফল্যের গল্প শোনাতে চান, তাঁরা সন্তানদের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করেন । যখনই তাঁরা কারও সঙ্গে দেখা করেন, তখন তাঁরা তাঁদের সন্তানদের গল্প শোনান। কখনওই একটি শিশুর সঙ্গে অন্য শিশুর তুলনা করবেন না, কারণ এটি তাঁদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক হতে পারে । কিছু অভিভাবক তাঁদের বাচ্চাদের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড হিসাবে মনে করেন, এটা একেবারেই ভালো নয় ৷"

প্রধানমন্ত্রীর মতে, ছাত্রছাত্রীদের চাপ মূলত তিন ধরনের - সহপাঠীর চাপ দ্বারা প্ররোচিত, পিতামাতার দ্বারা এবং স্ব-প্ররোচিত । মোদির কথায়, "মাঝে মাঝে, বাচ্চারা নিজেদের উপর চাপ নিয়ে নেয় যে তারা ভালো পারফর্ম করছে না । আমি পরামর্শ দিচ্ছি যে, প্রস্তুতির সময় ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং ধীরে ধীরে নিজের কর্মক্ষমতা উন্নত করো ৷ এইভাবে পরীক্ষার আগে পুরোপুরি প্রস্তুত হবে ৷ আমাদের নিজেদেরকে যে কোনও ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম করে তুলতে হবে । শিক্ষার্থীদের যে কোনও পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে । আমরা যদি কোনও ঠান্ডা জায়গায় যাই, আমরা আমাদের মন তৈরি করি এবং সেই অনুযায়ী আমরা নিজেদের প্রস্তুত রাখি ৷ একইভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে ৷"

আরও পড়ুন:

  1. শক্তিশালী বিচার ব্যবস্থা উন্নত ভারতের ভিত্তি, সুপ্রিম কোর্টের 75তম বর্ষে বললেন প্রধানমন্ত্রী
  2. বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না এনডিএ, নীতীশের শপথের পর বার্তা প্রধানমন্ত্রীর
  3. 'সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত', মন কি বাতে দাবি মোদির

ABOUT THE AUTHOR

...view details