নয়াদিল্লি, 29 জানুয়ারি: শিক্ষার্থীদের পড়াশোনার চাপ মোকাবিলায় অভিভাবক ও শিক্ষকদের সাহায্য প্রয়োজন ৷ পরীক্ষা পে চর্চায় সোমবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলা করার জন্য তাঁদের পাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভাবে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷
বার্ষিক পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে এ দিন ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর পরামর্শ, সন্তানের রিপোর্ট কার্ডকে যেন অভিভাবকরা নিজেদের ভিজিটিং কার্ড হিসেবে বিবেচনা না করেন ৷ প্রধানমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের অন্যদের সঙ্গে নয়, নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত ।
মোদির কথায়, "আমাদের বাচ্চাদের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করা এবং তাদের চাপ মোকাবিলায় সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ চাপ কেটে গিয়েছে বলে আমরা সুইচ অফ করতে পারি না । একজনকে অবশ্যই যে কোনও ধরনের চাপ সহ্য করতে সক্ষম হতে হবে । তাঁদের বিশ্বাস করা উচিত যে চাপ তৈরি হতে থাকে এবং সবাইকে এ জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ৷"
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সবসময় এমন বন্ধু তৈরি করার পরামর্শ দিয়েছেন, যাঁরা আরও বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী । শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আউটরিচ প্রোগ্রামের সপ্তম পর্বে তিনি বলেন, "তোমরা অবশ্যই এই ধরনের বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হবে । কখনও পড়াশোনা এবং পরীক্ষার চাপকে নিজের উপর চেপে বসতে দেবে না ৷"
প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জগুলি অনুপ্রেরণা হিসাবে কাজ করে তবে প্রতিযোগিতা অবশ্যই স্বাস্থ্যকর হওয়া উচিত বলে মত মোদির । তাঁর কথায়, "অনেক অভিভাবক তাঁদের সন্তানদের কাছে অন্য শিশুদের উদাহরণ দিয়ে থাকেন । অভিভাবকদের এই কাজগুলি করা থেকে বিরত থাকা উচিত ৷ আমরা এটাও দেখেছি যে বাবা-মা নিজেরা খুব বেশি সফল হতে পারেননি, অথচ সবাইকে সাফল্যের গল্প শোনাতে চান, তাঁরা সন্তানদের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করেন । যখনই তাঁরা কারও সঙ্গে দেখা করেন, তখন তাঁরা তাঁদের সন্তানদের গল্প শোনান। কখনওই একটি শিশুর সঙ্গে অন্য শিশুর তুলনা করবেন না, কারণ এটি তাঁদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক হতে পারে । কিছু অভিভাবক তাঁদের বাচ্চাদের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড হিসাবে মনে করেন, এটা একেবারেই ভালো নয় ৷"
প্রধানমন্ত্রীর মতে, ছাত্রছাত্রীদের চাপ মূলত তিন ধরনের - সহপাঠীর চাপ দ্বারা প্ররোচিত, পিতামাতার দ্বারা এবং স্ব-প্ররোচিত । মোদির কথায়, "মাঝে মাঝে, বাচ্চারা নিজেদের উপর চাপ নিয়ে নেয় যে তারা ভালো পারফর্ম করছে না । আমি পরামর্শ দিচ্ছি যে, প্রস্তুতির সময় ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং ধীরে ধীরে নিজের কর্মক্ষমতা উন্নত করো ৷ এইভাবে পরীক্ষার আগে পুরোপুরি প্রস্তুত হবে ৷ আমাদের নিজেদেরকে যে কোনও ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম করে তুলতে হবে । শিক্ষার্থীদের যে কোনও পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে । আমরা যদি কোনও ঠান্ডা জায়গায় যাই, আমরা আমাদের মন তৈরি করি এবং সেই অনুযায়ী আমরা নিজেদের প্রস্তুত রাখি ৷ একইভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে ৷"
আরও পড়ুন:
- শক্তিশালী বিচার ব্যবস্থা উন্নত ভারতের ভিত্তি, সুপ্রিম কোর্টের 75তম বর্ষে বললেন প্রধানমন্ত্রী
- বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না এনডিএ, নীতীশের শপথের পর বার্তা প্রধানমন্ত্রীর
- 'সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত', মন কি বাতে দাবি মোদির