পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভায় ভোটাভুটিতে পেশ 'এক দেশ, এক নির্বাচন' বিল - ONE NATION ONE ELECTION BILL

লোকসভায় পেশ হল 'এক দেশ, এক নির্বাচন' বিল ৷ বিল প্রত্যাহারের দাবি করেন বিরোধী সাংসদরা ৷ শেষ পর্যন্ত ভোটাভুটিতে সংসদের নিম্নকক্ষে পেশ হয় এই বিল ৷

ONE NATION ONE ELECTION BILL
লোকসভা অধিবেশন (ফাইল চিত্র, এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: বিলে কেন্দ্রীয় মন্ত্রীসভার সায় মিলেছে আগেই ৷ মঙ্গলবার লোকসভায় পেশ হল 'এক দেশ, এক নির্বাচন' বিল ৷ মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ বিলের বিরোধিতা করেন বিরোধীরা ৷ বিল প্রত্যাহারের দাবি করেন তাঁরা ৷ এই বিল পেশ করার জন্য লোকসভায় ভোটাভুটির দাবি করলেন বিরোধী সাংসদরা ৷ নতুন সংসদ ভবনে এটাই প্রথম ভোটাভুটি ৷ বিলের পক্ষে ভোট 269 এবং বিপক্ষে ভোট 198 ৷

কেন্দ্রীয় আইনমন্ত্রী এদিন লোকসভায় সংবিধান সংক্রান্ত দু’টি বিল পেশ করেন । একটি সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। বিল পেশ হতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ তাঁর বিল প্রত্যাহারের দাবি জানান বিরোধী সাংসদরা ৷ কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ ‘ইন্ডিয়া’ জোটের অন্য দলগুলিও এই বিলের বিরোধিতা করে। এই বিল সংবিধানের পরিপন্থী বলে মনে করেন বিরোধীরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিল সংবিধানের মূল কাঠামোই আঘাত করবে।

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গত 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বিলে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ সূত্রের দাবি, তারপরই বিলটিকে লোকসভায় পেশ করা নিয়ে পদক্ষেপ শুরু করে কেন্দ্র সরকার ৷ সেকারণে মঙ্গলবার বিজেপি-সহ শাসকজোট এনডিএ-র সাংসদদের মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয় ৷ সূত্রের খবর, এদিন লোকসভায় উপস্থিত থাকার জন্য সকল কংগ্রেস সাংসদদের উইপ জারি করা হয়েছে ৷

এদিকে, বিলের বিপক্ষে লোকসভার সেক্রেটরিকে নোটিশ দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি ৷ তাঁর দাবি, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী ৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ৷ তাঁর কথায়, "এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সরাসরি আঘাত করবে ৷ এই ধরণের পদক্ষেপে রাজ্যের স্বায়ত্তশ্বাসন, স্থানীয় গণতান্ত্রিক অধিকার ও ক্ষমতা কেন্দ্রীয়করণের ঝুঁকি রয়েছে ৷"

অবশ্য, বিজেপির দাবি দেশ তথা দেশবাসীর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কংগ্রেসকে আক্রমণ করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, "স্বাধীনতার পর ভারতে দুই দশক ধরে এক দেশ এক নির্বাচন ছিল ৷ কংগ্রেস 356 ধারার অপব্যবহার করার পর কয়েকটি রাজ্যে আলাদাভাবে নির্বাচন করা হয় ৷"

উল্লেখ্য়, গত 12 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি পাশ হওয়ার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের দ্বারা উত্থাপিত প্রতিটি বৈধ উদ্বেগকে উপেক্ষা করেছে ।" তাঁর দাবি, "কেন্দ্রের এই সিদ্ধান্ত শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী । এর মাধ্যমে বিরোধীদের বুলডোজ করার চেষ্টা করা হচ্ছে ।"

এদিন, সংসদের দুই কক্ষেই এই বিলের বিরোধীতা করবে তৃণমূল কংগ্রেস বলে সাফ জানিয়েছেন দলের সাংসদ সৌগত রায় ৷ তিনি বলেন, "দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এই বিলের তীব্র প্রতিবাদ করা হবে ৷"

প্রসঙ্গত, 'এক দেশ এক নির্বাচন' কার্যকর করা নিয়ে গত বছর একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র ৷ কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 18 হাজার পাতার রিপোর্ট জমা দেয় কমিটি ৷ সেই রিপোর্ট পর্যালোচনার পর বিলটি পাশ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷

পড়ুন:'এক দেশ, এক নির্বাচন' লাগু হলে কেমন হবে দেশের ভোট-চিত্র?

ABOUT THE AUTHOR

...view details