পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেলগেট ভেঙে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা চারচাকার, ঘটনাস্থলে মৃত চালক - CAR ACCIDENT - CAR ACCIDENT

Car Accident: অনুপপুর স্টেশনে রেলগেট ভেঙে হিরাকুদ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা গাড়ির ৷ ঘটনাস্থলে মৃত 1 ৷ গুরুতর আহত আরও এক ৷

Train Accident
মধ্য়প্রদেশ ট্রেন দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 10:55 PM IST

ভোপাল, 7 এপ্রিল: বন্ধ রেলগেট ভেঙে চলন্ত ট্রেনে ধাক্কা ! নিমেষের মধ্য়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু গাড়ির চালকের ৷ গুরুতর আহত আরও এক ৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের অনুপপুর জেলায় ৷

শনিবার গভীর রাতে অনুপপুর জেলার জয়থারি স্টেশনের কাছে বিলাসপুর রেললাইনের উপর দুর্ঘটনাটি ঘটে ৷ রাতের অন্ধকারে বন্ধ রেলগেট ভেঙে বিশাখাপত্তনম-অমৃতসর হিরাকুদ এক্সপ্রেসে ধাক্কা মারে মারুতি সুজুকির একটি চারচাকা গাড়ি ৷ সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, দুর্ঘটনায় ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয় হিরাকুদ এক্সপ্রেসের তিনটি বগি ৷ যদিও ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ তবে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির চালক ৷ আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আরও একজনকে ৷

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানী. পুলিশ ও আরপিএফ ৷ ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রেললাইন থেকে ৷ গুরুতর আহত ব্য়ক্তিকে তৎক্ষণাৎ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনটি বগির ক্ষতি হওয়ায় অনুপপুর জংশনে 7 ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় হিরাকুদ এক্সপ্রেসকে ৷ বিলাসপুর রেলের পিআরও অম্বিকেশ সাহু ইটিভি ভারত-কে জানান, দুর্ঘটনাগ্রস্ত তিনটি বগি বদলে ট্রেনটিকে ফের ছেড়ে দেওয়া হয় ৷

সম্প্রতি রাজস্থানের আজমেঢ়ে মাদার রেলস্টেশনের কাছে লাইনচ্য়ুত হয়ে যায় সবরমতি-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ৷ মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ, জিআরপি এবং এডিআরএম ৷ কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা শুরু করেন তারা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details