নয়াদিল্লি, 27 জানুয়ারি:এসিপি-র ছেলে লক্ষ্য চৌহান খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ গ্রেফতার 1 অভিযুক্ত ৷ শুক্রবার অভিযুক্ত অভিষেক'কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ তবে ঘটনার আরও এক অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী বিকাশ ভারদ্বাজ এখনও অধরা ৷ অভিযুক্ত অভিষেককে জেরা করা শুরু করেছে পুলিশ ৷
ঘটনার সূত্রপাত, সোমবার হরিয়ানায় এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন পুলিশের অ্যাসিস্ট্যন্ট কমিশনারের যশপাল সিংয়ের ছেলে লাক্ষ্য চৌহান ৷ তারপর নিখোঁজ হয়ে গিয়ে ছিলেন তাঁর ছেলে ৷ এই মর্মে একটি অভিযোগ করেছিলেন তিনি ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লক্ষ্য চৌহান (24) কয়েকদিন আগে তিনি বন্ধুদের থেকে টাকা ধার নিয়েছিলেন ৷ কিন্তু তা বন্ধুদের ফেরত দিতে না পারায় সমস্যার সূত্রপাত ৷
একাধিকবার টাকা চেয়ে তা না পেয়েই অভিযুক্ত বিকাশ ও অভিষেক লক্ষ্য়কে খুনের পরিকল্পনা করে ৷ সেই মতোই জলে ডুবিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত অভিষেক ৷ এই খুনের সমস্ত পরিকল্পনা ছিল বিকাশের ৷ পলাতক বিকাশের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এই খুনের মামলায় অপহরণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷