চেন্নাই, 24 ফেব্রুয়ারি: মহাসাগর গবেষণায় নতুন মাইলফলক ছুঁতে চলেছে ভারত ৷ গভীর সমুদ্রে গবেষণার জন্য মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে জোরকদমে ৷ ভারত সরকারের আর্থ সায়েন্সেস মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি বর্তমানে সমুদ্রযান প্রকল্পে কাজ করছে, যা গবেষণার অংশ হিসাবে মানুষকে গভীর সমুদ্রে পাঠাবে । চেন্নাই-ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি (এনআইওটি) হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা ৷ এনআইওটি গভীর সমুদ্র গবেষণার জন্য 'মৎস্য 6000' নামে একটি যান তৈরি করেছে ।
ইটিভি ভারতকে এনআইওটি ডিরেক্টর জিএ রামাদাস বলেছেন, "সমুদ্রযান প্রকল্পটি 4 হাজার 800 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে । কয়েক সপ্তাহের মধ্যে চেন্নাইয়ে এই সমুদ্রযানের হারবার ট্রায়াল অনুষ্ঠিত হবে । এই প্রকল্পের লক্ষ্য সমুদ্রের তলদেশে 6000 মিটার গভীরে গবেষণা চালানো ৷ হারবার ট্রায়াল রান প্রথম পর্যায়ে 500 মিটার গভীরে অনুষ্ঠিত হবে । তিনজন মানুষ সমুদ্রের গভীরে গিয়ে সরাসরি ভূ-পৃষ্ঠের খনিজ সম্পদ সম্পর্কে অন্বেষণ করবে ।"
চেন্নাইয়ের পল্লীকারনাই-এর এনআইওটি ক্যাম্পাসে সমুদ্রযানটি দেখিয়ে তিনি ব্যাখ্যা করেন, সমুদ্রযানে একটি গোলক-আকৃতির বডি থাকবে যাতে মানুষ ভ্রমণ করতে পারে । প্রায় 6.6 মিটার দীর্ঘ এবং 210 টন ওজনের এই যানটি 48 ঘণ্টা একটানা দলের নীচে গবেষণা চালাতে সক্ষম । বিশেষ করে গোলক আকৃতির জাহাজ, যা মানুষকে বহন করতে পারে তা সম্পূর্ণ টাইটানিয়াম দিয়ে তৈরি । এনআইওটি ডিরেক্টর জানান, টাইটানিয়াম ধাতু গভীর সমুদ্র গবেষণায় দরকারি, কারণ এটি অন্যান্য ধাতুর তুলনায় হালকা এবং শক্তিশালী । প্রাক্তন নৌসেনা আধিকারিককে সাবমেরিনের পাইলট হিসেবে নিয়োগ করা হয়েছে । এছাড়া দু'জন এনআইওটি বিজ্ঞানীকে পাইলট প্রশিক্ষণ দেওয়া হবে ।