পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৃতীয় বৈঠকেও মিলল না সমাধান, কেন্দ্রের সঙ্গে কৃষকদের ফের বৈঠক রবিবার - MSP

Farmers Protest: বৃহস্পতিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করে কৃষক সংগঠনগুলি ৷ কৃষি মন্ত্রী অর্জুন মুণ্ডা জানিয়েছেন আলোচনা সদর্থক হয়েছে ৷ এদিকে কৃষকরা আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করার হুঁশিয়ার দিয়েছে ৷

ETV Bharat
বিজেপি সরকারের সঙ্গে কৃষকদের বৈঠক

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 8:38 AM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকে সমাধানসূত্র এখনও অধরাই ৷ বৃহস্পতিবারও দিল্লি চলো মহামিছিল করে কৃষকরা ৷ পঞ্জাব-হরিয়ানা সীমানার দু'টি জায়গায় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে কৃষকদের৷ এরপর রাতে কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ৷

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুণ্ডা এই বৈঠককে সদর্থক বলে উল্লেখ করলেও কৃষকরা পঞ্জাব-হরিয়ানা সীমানায় তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ৷ দীর্ঘ 5 ঘণ্টা ধরে এই বৈঠক চলার পর অর্জুন মুণ্ডা সাংবাদিকদের বলেন, "কৃষদের সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের খুব ভালো আলোচনা হয়েছে ৷ কৃষকদের দাবিদাওয়াগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ রবিবার সন্ধ্যা 6টায় ফের বৈঠক হবে ৷ আমরা শান্তিপূর্ণভাবে সমাধানসূত্র খুঁজে পাব ৷"

এই বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ৷ নয়াদিল্লিতে সকাল 8.45 মিনিট থেকে শুরু হওয়া এই বৈঠক শেষ হয় বিকেল 5টায়৷ মুখ্যমন্ত্রী জানান, কৃষক নেতা এবং সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ একাধিক বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে ৷ এর সঙ্গে তিনি কৃষকদের মহামিছিল আটকাতে হরিয়ানা পুলিশের ড্রোন ব্যবহারের দিকটিও কেন্দ্রীয় মন্ত্রীদের নজরে আনেন ৷ তবে কেন্দ্রীয় সরকারের এই তিন মন্ত্রীর প্রতিনিধি দল ভগবত মানেক আশ্বস্ত করেছেন, তাঁরা হরিয়ানা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন ৷ এদিনের বৈঠকে ছিল অরাজনৈতিক সংযুক্ত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পানধের ৷

অরাজনৈতিক এসকেএম নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল বলেন, "শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাব ৷ আমরা কৃষকদের কাছেও আবেদন জানাব ৷ একদিকে যখন বৈঠক চলছে, তখন যদি আমরা সীমানার দিকে এগিয়ে যাই, তাহলে বৈঠক কী করে হবে ৷ সরকার বৈঠক ডেকেছে ৷ আমরা ততদিন পর্যন্ত অপেক্ষা করব ৷ রবিবারও যদি বৈঠকে কোনও রফাসূত্র না পাওয়া যায়, তাহলে আমরা আবার প্রতিবাদ, বিক্ষোভ শুরু করব ৷"

আরও পড়ুন:

  1. পঞ্জাব-হরিয়ানা সীমানায় উত্তেজনা, বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল পুলিশের
  2. বড় ঘোষণা, আন্দোলনে আহত কৃষকদের চিকিৎসার খরচ বহন করবে পঞ্জাব সরকার
  3. 'হিংসা সমাধান নয়', বিক্ষোভরত কৃষকদের আলোচনায় বসার আহ্বান অনুরাগ ঠাকুরের

ABOUT THE AUTHOR

...view details