পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ক্ষমার অযোগ্য পাপ, নারী নির্যাতনে কড়া শাস্তির পক্ষে সওয়াল মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Modi on Sexual Crimes Against women: প্রধানমন্ত্রী মোদি রবিবার মহিলাদের বিরুদ্ধে অপরাধকে ক্ষমার অযোগ্য পাপ বলে অভিহিত করেছেন ৷ এমনকী দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া উচিত নয় বলেও সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

PM Modi Sexual Crimes Against women
আরজি করের পরেই কড়া বার্তা মোদির (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 4:38 PM IST

Updated : Aug 25, 2024, 5:21 PM IST

জলগাঁও (মহারাষ্ট্র), 25 অগস্ট: ফের নারী নির্যাতন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে, দেশের নতুন ফৌজদারি আইনে যৌন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মোদি রবিবার মহিলাদের বিরুদ্ধে অপরাধকে ক্ষমার অযোগ্য পাপ বলে অভিহিত করেছেন ৷ এমনকী দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া উচিত নয় বলেও সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কলকাতার আরজি কর হাসপাতালে 31 বছর বয়সি চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ ও হত্যা এবং বদলাপুরে চার বছর বয়সি দুই স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে । এমনই আবহে কড়া মন্তব্য শোন গেল প্রধানমন্ত্রীর গলায়। এদিন তিনি বলেন, “মা-বোন-কন্যাদের নিরাপত্তা দেওয়া দেশের কাছে অগ্রাধিকার। আমি লালকেল্লা থেকে বারবার এই প্রসঙ্গটি তুলেছি। দেশের যে কোনও রাজ্যই এমন ঘটনা ঘটুক না কেন, আমি আমার বোন ও কন্যাদের বেদনা-ক্ষোভ বুঝতে পারি ৷”

মোদি আরও জানান, তিনি প্রতিটি রাজনৈতিক দল এবং রাজ্য সরকারকে বলতে চাইছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ একটি ক্ষমার অযোগ্য পাপ। যেই দোষী হোক না কেন, তাকে রেহাই দেওয়া উচিত নয় বলেও মনে করছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, “যারা নারীর বিরুদ্ধে অপরাধে যুক্ত অপরাধীদের সাহায্য করে তাদেরও রেহাই দেওয়া উচিত নয়। হাসপাতাল, স্কুল, সরকার বা পুলিশ ব্যবস্থা যাই হোক না কেন, যে স্তরেই অবহেলা ঘটুক না কেন, সবাইকে জবাবদিহি করতে হবে ৷ এবং এই বার্তাটি উপরে থেকে নীচ পর্যন্ত যেতে হবে। এই পাপ ক্ষমার অযোগ্য। সরকার আসবে এবং যাবে, কিন্তু জীবন এবং নারীর মর্যাদা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য ৷ একটি সমাজ এবং সরকার হিসাবে উভয়েরই এটি বড় দায়িত্ব ৷”

'লাখপতি দিদি' সম্মেলন কর্মসূচিতে রবিবার মহারাষ্ট্রের জলগাঁও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে লাখপতি দিদি'র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভারতে নারী শক্তি সর্বদা সমাজ ও জাতির ভবিষ্যত গঠনে একটি প্রধান অবদান রেখেছে। নতুন আইনে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। মেয়েদের সঙ্গে বিয়ের নামে প্রতারণার অনেক ঘটনা ঘটেছে। আগে এর জন্য কোনও সুস্পষ্ট আইন ছিল না। এখন বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি এবং প্রতারণার ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতাতেও স্পষ্টভাবে বলা হয়েছে।"

Last Updated : Aug 25, 2024, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details