নয়াদিল্লি, 23 মার্চ:2020 সালেরজাতীয় শিক্ষানীতি (এনইপি) অনুসারে দেশের শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তন আসছে। জাতীয় শিক্ষা নীতি চাইছে পাঠ্যক্রমের বোঝা হ্রাস করে পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষার বিকাশে জোর দিতে। আর সেই পথ অনুসরণ করেই এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে পাঠ্যক্রমে বদল আনা হয়েছে।
নতুন করে বদল হয়েছে সিলেবাস কাঠামোয় ও পাঠ্যপুস্তকে । আর এই পাঠ্যক্রম সংক্রান্ত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে সিবিএসই ৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস 3 থেকে 6-এর জন্য একটি নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রকাশ করা হবে ৷ আগামী 1 এপ্রিল থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষে 2024-25-এ নিয়ম কার্যকর হবে ৷ তবে বাকি কোনও ক্লাসেই সিলেবাস বদলানোর পথে হাঁটেনি সিবিএসই।
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর অন্যান্য গ্রেডের পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে কোনও পরিবর্তন হবে না, বলেও জানিয়েছেন সিবিএসই আধাকারিকরা ৷ সিবিএসইর ডিরেক্টর (শিক্ষাবিদ্যা) জোসেফ ইমানুয়েল জানিয়েছেন, 3 থেকে 6 শ্রেণির জন্য নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকগুলি বর্তমানে তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই প্রকাশ করা হবে।