পটনা, 11 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ডে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত রকি ৷ বৃহস্পতিবার ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করে সিবিআই ৷ এরপর অভিযুক্ত রকি ওরফে রাকেশকে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয় ৷ সেখানে বিচারক হর্ষ বর্ধন অভিযুক্তকে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷
তবে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্য়তম মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া এখনও পলাতক ৷ সিবিআই-এর একটি দল তার সন্ধান চালাচ্ছে ৷ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা অন্যতম মূল অভিযুক্ত তাদের মধ্যে একজন এই রকি ৷ সিবিআই দীর্ঘদিন ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর ছিল যে, রকি নেপালে পালিয়ে যেতে পারে ৷