কোটা, 18 মার্চ: চলতি বছরের নিট ইউজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ কিন্তু কিছু ভুল থেকে গিয়েছে ৷ সেই ভুল এবার সংশোধন করতে পারবেন ৷ আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) ৷ 20 মার্চ রাত 11টা 50 মিনিট পর্যন্ত শেষ রেজিস্ট্রেশনের ভুলগুলি সংশোধন করা যাবে ৷
দেশের সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা হল নিট ইউজি ৷ আগামী 5 মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করে । এই পরীক্ষার জন্য আবেদন নেওয়া শেষ হয়েছে 16 মার্চ । এই সময়ের মধ্যে 25 লক্ষ 60 হাজার প্রার্থী অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করেছেন । এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে । তবে অনেকের রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিলাপে ভুল হয়ে থাকতে পারে ৷ তাই তাদের সেই ভুল 20 মার্চের মধ্যে সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ।
কোটার প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের ক্যারিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র বলেছেন, প্রার্থীরা 18 থেকে 20 মার্চ পর্যন্ত তিনদিন অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করতে পারবেন । এতে প্রার্থীদের ফর্মে ফিলাপ করা সমস্ত তথ্য পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে ৷ তবে তারা কেবল মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না । এই প্রথমবার এই প্রবেশিকা পরীক্ষার ভুল সংশোধন উইন্ডোতে সমস্ত তথ্য পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে ।