পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কঙ্গনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, কড়া ব্যবস্থার দাবি তুলল জাতীয় মহিলা কমিশন - Kangana Ranaut - KANGANA RANAUT

Kangana Ranaut: হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে ৷ এই নিয়ে কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে জাতীয় মহিলা কমিশন ৷ কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই নিয়ে চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে ৷

Kangana Ranaut
Kangana Ranaut

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 1:15 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: কঙ্গনা রানাওয়াতকে অবমাননাকর মন্তব্য়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলল জাতীয় মহিলা কমিশন ৷ এই নিয়ে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে ৷ হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সেই নিয়েই তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এবং ওই দলের নেতা এইচ এস আহিরের বিরুদ্ধে ৷ এই দু’জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যই সোমবার সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ।

উল্লেখ্য, সুপ্রিয়া শ্রীনাতে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই কঙ্গনার বিরুদ্ধে একটি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ওই পোস্টটি সরিয়ে দেওয়া হয় ৷ অন্যদিকে কিষান কংগ্রেসের জয়েন্ট কনভেনার এইচ এস আহির কঙ্গনার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ৷ সেই নিয়েই কংগ্রেসের ওই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷

এই নিয়ে কমিশনের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, "জাতীয় মহিলা কমিশন শ্রীমতি সুপ্রিয়া শ্রীনাতে ও এইচএস আহিরের অসম্মানজনক আচরণে হতবাক ৷ এঁরা সোশ্যাল মিডিয়াতে কঙ্গনা রানাওয়াত সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন । এই ধরনের আচরণ অসহনীয় এবং মহিলাদের মর্যাদার বিরুদ্ধে যায় । তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠিয়েছেন রেখা শর্মা । আসুন সব নারীর সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখি । নারীদের সম্মান করি ।"

এই নিয়ে রানাওয়াতও পালটা জবাব দিয়েছে সুপ্রিয়া শ্রীনাতেকেও ৷ সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে তিনি লিখেছেন, "প্রিয় সুপ্রিয়াজি, একজন শিল্পী হিসেবে আমার কেরিয়ারের গত 20 বছরে আমি সব ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি । কুইন-এর একজন সহজসরল মেয়ে থেকে শুরু করে ধাকাড়ের একজন প্রলোভনশীল গুপ্তচর, মণিকর্ণিকার একজন দেবী থেকে চন্দ্রমুখীতে একজন রাক্ষসী, থালাইভিতে একজন বিপ্লবী থেকে রাজ্জোর গণিকা ৷"

যদিও শ্রীনাতে পালটা দাবি করেছেন, অনেকে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস রয়েছে ও তাঁদের থেকে কেউ আজ একটি অত্যন্ত খারাপ পোস্ট করেছেন । তিনি বলেন, "আমি জানার সঙ্গে সঙ্গে, আমি সেই পোস্টটি মুছে দিয়েছি । যাঁরা আমাকে চেনেন, তাঁরাও খুব ভালো করেই জানেন যে আমি কখনোই কোনও মহিলার প্রতি ব্যক্তিগত এবং অশালীন মন্তব্য করতে পারি না । আমি জানতে চাই কিভাবে এটি ঘটেছে ৷"

আরও পড়ুন:

  1. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে
  2. 'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার
  3. দিওয়ালিতে মোদির ভোকাল ফর লোকাল টনিকে মাত চিনা বাজার, দাবি বলিউড কুইন কঙ্গনার

ABOUT THE AUTHOR

...view details