পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জঙ্গলে সেনার সঙ্গে তীব্র গুলিযুদ্ধ! এনকাউন্টারে মৃত 36 মাওবাদী - Encounter in Abujhmad Forest

Naxalites Shot Dead: দন্তেওয়াড়া ও নারায়ণপুরের সীমানায় জঙ্গলে সেনা ও মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধ হল ৷ মৃত্যু হয়েছে কমপেক্ষে 36 মাওবাদীর ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 58 minutes ago

Naxalites Killed in Chhattisgarh
ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ (প্রতীকী ছবি)

নারায়ণপুর ও দন্তেওয়াড়া, 4 অক্টোবর: নকশাল-বিরোধী অভিযানে মৃত্যু হল 36 মাওবাদীর ৷ পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর 1টা নাগাদ ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার শুরু হয় ৷ জায়গাটি নারায়ণপুর ও দন্তেওয়াড়ার সীমানায় অবস্থিত ৷

পুলিশ জানিয়েছে, দু'তরফেই গুলিযুদ্ধ চলে ৷ দন্তেওয়াড়ার এসপি জানান, 36 জন মাওবাদীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে ৷ বস্তারের আইজিও এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ পুলিশ জানিয়েছে, পুলিশ তল্লাশি অভিযানে বেরিয়েছিল ৷ জওয়ানরা অনুমান করতে পারেন অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে ৷ নিরাপত্তা বাহিনী এগোতেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷

নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও পালটা জবাব দেন ৷ নারায়ণপুর ও দন্তেওয়াড়া পুলিশের যৌথ বাহিনী এনকাউন্টারের জায়গায় উপস্থিত ছিল ৷ দু'পক্ষের মধ্যে গুলিযুদ্ধ হয় ৷ পুলিশের উচ্চাধিকারিকরাও ঘটনার দিকেই নজর রাখছেন ৷ দন্তেওয়াড়ার এসপি গৌরব রাই বলেন, "দন্তেওয়াড়া ও নারায়ণপুর সীমানায় মাওবাদী এনকাউন্টার হয়েছে ৷ বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে একে-47 আছে ৷ একটি এসএলআর আছে ৷ এখনও এলাকায় তল্লাশি চলছে ৷ চলতি বছরে বস্তারের সাতটি জেলায় এনকাউন্টারে নিরাপত্তাবাহিনী এখনও পর্যন্ত 164 জন মাওবাদীকে নিকেশ করেছে ৷

এসপি আরও জানিয়েছেন, নকশাল-বিরোধী অভিযানের অংশ হিসাবে নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান চলে ৷ এদিন আগে থাকতে খবর ছিল যে জঙ্গলে মাওবাদীরা রয়েছে ৷ তারা কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে ৷ খবর পেয়ে বাহিনী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় ৷ বাহিনীকে দেখেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ সেনাও পালটা গুলির জবাব দেয় ৷ এখন সব সেনা জওয়ানই নিরাপদে রয়েছে ৷ আরও মাওবাদীদের মৃত্যু হতে পারে ৷

Last Updated : 58 minutes ago

ABOUT THE AUTHOR

...view details